বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » কাউখালী উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত
কাউখালী উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা সদরস্থ মদিনাতুল উলুম আল ইসলামিয়া (হেফজ খানা ও এতিম খানা) মাদ্রাসার বার্ষিক সভা ২৪ ফেব্রুয়ারী বুধবার রাতে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় ৷
বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা (হেফজ খানা ও এতিম খানা) প্রতিষ্ঠাতা মোহতামিম (পরিচালক) মোঃ আমিনুর রসুল খান৷ বার্ষিক সভায় দাওয়াতি মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মাদানি নগর মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ ওমর ফারুক, ঢাকা গাজিপুর দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রহমান সাইফি, ঢাকা বাড্ডা
মেফতাহুল উলুম মাদ্রাসা মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ।৷বার্ষিক সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মদিনাতুল আল ইসলামিয়া মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা মোঃ ছানাহ উল্লাহ, নাইল্যা ছড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হারুনুর রশিদ ৷ বক্তারা বলেন ইসলাম হলো শান্তির ধর্ম এখানে হানা হানি নেই, নেই কোন হিংসা বিদ্বেস, পূনাঙ্গ জীবন ব্যাবস্থার জন্য ইসলাম কোরানের মধ্যে সব কিছু
স্পষ্ঠ করে উল্লেখ করে দিয়েছেন ৷ কোরানকে মেনে চললে আমাদের মধ্যে কোন প্রকার হানা হানি হওয়ার কথা নয় ৷ কোন বিশৃংখলা ইসলাম সমর্থন করেনা ৷ আল্লাহ তায়ালা পবিত্র কোরনে বলেছেন পৃথিবির সৃষ্ঠির শ্রেষ্ঠ হলো আশরাফুল মাখলুকাত ৷ সেহুতু কোন প্রকার দ্বন্ধ মানুষে মানুষে খুন খারাবি ইসলাম ধর্ম কোনভাবেই সমর্থন করেনা ৷ তাই আমাদের মনে রাখতে হবে যে ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম ৷ ইসলাম হলো একটি পূর্নাঙ্গজীবন ব্যাবস্থা বলেই বক্তারা তাদের বক্তব্যে এই অভিমত ব্যাক্ত করেন।