বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » মিরসরাইয়ে চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে দুই পরিবারের ৮ জন অসুস্থ
মিরসরাইয়ে চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে দুই পরিবারের ৮ জন অসুস্থ
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে চেতনানাশক ঔষধ মেশানো খাবার খেয়ে দুই পরিবারের ৮ অসুস্থ হয়েছে। আর সেই সুবাদে চুরির ফন্দি আঁটে চোরের দল এবং অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
গত ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের খোকন ড্রাইভার বাড়ীর আবুল কালাম আজাদ ও গিয়াস উদ্দিনের পরিবারে এই ঘটনা ঘটে।
চেতনাশাক ঔষধ মেশানো খাবার খেয়ে অসুস্থরা হলো, নুরের নাহার (৩৫), শাখাওয়াত হোসেন শাকিল (১৫), সিদরাতুল মুনতাহা তাসপিয়া (৮), গিয়াস উদ্দিন (৪৫), সাহেনা আক্তার (৪০), শাহিন (২২), জান্নাতুল ফেরদৌস পিংকি (১৯) ও নাদিয়া সুলতানা (১৮)।
খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চোরের দল গিয়াস উদ্দিনের নগদ ২৩ হাজার টাকাসহ কয়েক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। দুই পরিবারের কর্তাব্যক্তিরা অসুস্থ্য হয়ে পড়ায় চোরের দল কি পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায় তার সঠিক তথ্য জানা সম্ভব হয়নি।
এদিকে খবর পেয়ে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।