শুক্রবার ● ১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে বিদ্যালয় সমুহে নতুন বই বিতরন : মাস্ক ছাড়াই সেবা
রাজস্থলীতে বিদ্যালয় সমুহে নতুন বই বিতরন : মাস্ক ছাড়াই সেবা
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলাতে ১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় বাংগালহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালের নতুন বছরে নতুন বই অধিকাংশ প্রায় শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে মাস্কবীহিন ও সামাজিক দুরুত্ব বজায় না রেখে, সরকারী নির্দেশ মোতাবেক বিধি নিষেধ না মেনে নতুন বই বিতরন এবং পুরাতন বই গ্রহণ দেখা যাচ্ছে। একদিকে সারাদেশব্যাপী করোনা ভাইরাস রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে দেখা যায়। কিন্তু সরকার নির্দেশে প্রত্যেকের সাধারণ নাগরিকে ছোট বড় সহ সকলে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার জন্য আইন পাশ করেন। কিন্তু অনেক জায়গা তা মানতে নারাজ। এতে অনেকে সরকারী নির্দেশ মোতাবেক বিধি -বিধান না মেনে বিভিন্ন প্রতিষ্ঠানের মাস্ক ছাড়া সেবা দিতে দেখা যায়। সরেজমিনে ঘুরে দেখা যাচ্ছে,বাংগালহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ প্রায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিহীন ও সামাজিক দুরুত্ব না মেনে দলবল জরো সমাগম হয়ে নতুন বই বিতরনসহ পুরাতন বই গ্রহণ। তাহলে আমরা সামাজিক দুরুত্ব বলতে কি বুঝি। এব্যাপারে প্রধান শি ক্ষক মো: আবুল কাশেম চৌধুরী প্রতিবেদককে জানান,আমরা সরকারী নির্দেশ বিধি বিধান মেনে বই নতুন বিতরন ও পুরাতন বই গ্রহণ করছি। এর পর কিন্তু চিত্র বাস্তবে বিপরীত দেখা যায় কেন? সরকারী ভাবে স্লোগান নো মাস্ক নো সার্ভিস। এটা বিধি বিধান না মেনে আইনগত অপরাধ। তিনি আরো বলেন,শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত সর্বমোট ৩৮৪ জনকে অভিভাবক ও শিক্ষার্থী মাঝে পর্যায়ক্রমে নতুন বই বিতরন করা হবে। আজকের বই বিতরনের সার্ভিস সহযোগিতায় শি ক্ষক /শিক্ষিকা মাঝে উপস্থিত, সুশান্ত তংচনগ্যা, আনুচিং মারমা,চৌম্রাচিং চৌং,মাথুইচিং চৌং,নুয়ইচিং মারমা,মানুথুই মারমা,শারমীন আত্তার,ম্যাম্যাসিং মারমা প্রমুখ।
এ বিষয়ে মুঠোফোনে উপজেলা প্রাথমিক শি ক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ প্রতিবেদককে জানিয়েছেন,আজকে সরকার নির্দেশে সারাবাংলাদেশ শিক্ষার্থীও অভিভাবকের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও সামাজিক দুরুত্ব বজায় রেখে সেবা প্রদান করা। এর পর আরো বলেন,সরকারী নির্দেশ বিধি বিধান সামাজিক দুরু ত্ব মেনে সার্ভিস প্রদান দেয়া বাধ্যতামূলক আছে,কোন মাস্ক পরিধান ছাড়া ও সামাজিক দুরু ত্ব বজায় না রেখে সার্ভিস দেয়া মানে আইনগত অপরাধ মনে করি। যদি সরকারী নির্দেশ মোতাবেক না মেনে চলে সার্ভিস দেয়া থাকলে তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।