সোমবার ● ৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব
সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব
স্টাফ রিপোর্টার :: দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টুয়েন্টিফোর এর সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে হয়রানি মূলক মামলার চেষ্টার প্রতিবাদ করেছেন রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি নির্মল বড়ুয়া মিলন। তিনি বলেন, সংবাদের প্রতিবাদ না দিয়ে মামলা করে হয়রানির চেষ্টা সাংবাদিকের কণ্ঠরোধ করার সামিল। সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পবিত্র দায়িত্ব। যদি সংবাদে ভুল বা অসত্য তথ্য থাকে তা সংশোধনের জন্য প্রতিবাদলিপি দেওয়া যেতে পারে। তা না করে সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার কণ্যা ক্ষমতার ব্যবহার করে সংবাদ পত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা কোনমতেই কাম্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ফজলে এলাহীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জোর দাবি জানাচ্ছি, অন্যতায় রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাব আন্দোলনে যেতে বাধ্য হবে।
রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফটোসাংবাদিক সজিব দেওয়ান বলেন, সংবাদের কোন না কোন পক্ষের ভিন্নমত পোষণ করার অধিকার সবার রয়েছে। কারো মানহানি হলে সংবাদের প্রতিবাদ দেওয়া যেত প্রতিবাদ না জানিয়ে মামলা করে হয়রানির করা নিন্দনীয়, দুঃখজনক। তিনি সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি