সোমবার ● ৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খেলা » রাজস্থলীতে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজস্থলীতে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক :: রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে আজ ৪ জানুয়ারী দাবা প্রতিযোগিতা ও প্রতিযোগীদের পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে ৩ নং বাঙ্গাল হালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঞোমং মারমার সভাপতিত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে অংশ গ্রহনকারী সকল প্রতিযোগীদেরকে টোকেন পুরস্কারসহ বিজয়ী প্রতিযোগীদেরকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ পুরস্কার বিতরন করেছেন।
এছাড়া রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুচিং মারমা,রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আখ্যাই মং চৌধুরী এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৫ জন দাবা প্রতিযোগী অংশ গ্রহন করেছে। এর মধ্য থেকে সিনিয়র বালক গ্রুপে- অংসিনু মারমা,সিনিয়র বালিকা গ্রুপে- ইসিনু মারমা এবং জুনিয়র বালক গ্রুপে-উতিমং মারমা,জুনিয়র বালিকা গ্রুপে- হ্লাচিং চৌধুরী চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেছেন। স্কুল ছাত্র-ছাত্রী দাবা প্রতিযোগী সংগ্রহসহ পূরো খেলাটির সমন্বয়ক এর দায়িত্ব পালন করেছেন বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আখ্যাই মং চৌধুরী।
খেলায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ দাবা খেলা পরিচালনা ও বিচারকের দায়িত্ব পালন করেছেন।