বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » সারাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি চালুর নির্দেশ
সারাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি চালুর নির্দেশ
ঢাকা প্রতিনিধি :: (২৫ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.০০মিঃ) ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. সারাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি চালুর করার কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ৷২৫ ফেব্রয়ারী বৃহসপতিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সংক্রান্ত এডিপি’র পর্যালোচনা সভার সভাপতি হিসেবে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন৷
মন্ত্রী বলেন, ৬০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম গ্রহণের নির্দেশনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার৷ তিনি এ বিষয় দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷ এছাড়া সারাদেশে জরাজীর্ণ ৩ হাজার ভূমি অফিস আধুনিকায়ন তথা পাকা ভবন নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী৷
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মেছবাহ উল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আবদুল আহাদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প পরিচালক আতাউর রহমান, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক কফিল উদ্দিন, ডিএলএমএস প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক জিল্লুর রহমান এনডিসি, গুচ্ছগ্রাম প্রকল্প পরিচালক মাহবুব-উল-আলম ও ভাষানটেক প্রকল্প পরিচালক শামস আল মুজাদ্দিদ উপস্থিত ছিলেন৷
মন্ত্রী চলতি বছর জুনের মধ্যে ১৫ শ ভূমিহীন পরিবারকে যথাসময়ে শতভাগ পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ৷ সভায় ২৫৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষমাত্রা রয়েছে৷ স্ট্যাংদেনিং গভর্নমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট (কম্পোন্যান্ট-বি: ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম) এর আওতায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ডাটা সেন্টার স্থাপন কাজের ৯৫ ভাগ সমাপ্ত হয়েছে বলে জানা যায়৷ মন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী প্রকল্পের বরাদ্দকৃত অর্থের শতভাগ ব্যয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷ ডিজিটাল পদ্ধতিতে ভূমি রেকর্ড, জরিপ ও সংরক্ষণ প্রকল্পের কম্পিউটারাইজেশন অব এক্সিকউটিং মৌজা ম্যাপস এন্ড খতিয়ান প্রজেক্ট এর আওতায় ৪ কোটি ৫৮ লাখ খতিয়ানের ডাটা এন্ট্রির লক্ষমাত্রায় ডিসেম্বর ২০১৫ পর্যন্ত ৬৫ লাখ ডাটা এন্ট্রি সম্পন্ন হয়েছে ৷ এ লক্ষে এটুআই প্রো্রগ্রাম হতে প্রাপ্ত সফটওয়্যারের মাধ্যমে ৫৫টি জেলায় চলতি জুন মাসে সুষ্ঠুভাবে ইএলআরএস সিস্টেমে জেলা রেকর্ড রুমে সংরক্ষিত সিএস, আরএস এবং এসএ খতিয়ানগুলো ডেটা এন্ট্রির মাধ্যমে কম্পিউটারে সংরক্ষণ করা হবে ৷ সভায় ন্যাশনাল ল্যান্ড জোনিং প্রজেক্ট, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প বিষয়ে আলোচনা হয়৷
সভায় চলতি অর্থবছরে ৯টি (বিনিয়োগ ও কারিগরি) প্রকল্পের অনুকূলে ১৬৭ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে৷ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত ২৩ কোটি ২১ লাখ ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে, যা মোট বরাদ্দের শতকরা ১৩.৮৩ ভাগ ৷