মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » গাবতলী রুপালী ব্যাংক শাখায় ডাকাতি : দুই আনসার সদস্য আহত
গাবতলী রুপালী ব্যাংক শাখায় ডাকাতি : দুই আনসার সদস্য আহত
বগুড়া প্রতিনিধি :: বগুড়া গাবতলীর রুপালী ব্যাংক লিঃ, সাবেকপাড়া শাখা, কার্যালয়ের গ্রীল গেট কেটে ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে ২জন আনসার সদস্যকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে ডাকাতদল। এ ঘটনায় গাবতলী থানা পুলিশ ডাকাতদের ফেলে রাখা ব্যবহার করা ছুরি, গেটকাটা যন্ত্রসহ অন্যান্য আলামত জব্দ করে থানায় নিয়ে যায়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোতাহার হোসেন ও সরেজমিনে সিসি টিভির প্রাপ্ত তথ্যে ভিত্তিতে জানাগেছে, ৫ জানুয়ারী মঙ্গলবার ভোররাত সাড়ে ৫ টার দিকে ২জন মুখোশ পরিহিত লোক ব্যাংকের গেট কেটে ভিতরে ঢুকে এক আনসার সদস্যকে হাত পা বেঁধে ফেলে। এ সময় তার চিৎকারে অন্য অনসার সদস্য এগিয়ে এসে ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এক পর্যায়ে ডাকাতের কাছে থাকা ছুরির আঘাতে আনসার সদস্য মাসুদ রানা (২৬) আহত হন। অন্য আনসার সদস্য ব্যাংক বাঁচানোর তাগিদে প্রানপন চেষ্টা করে ডাকাতের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে এক ডাকাতকেও ছুরিকাঘাত করে ।এ সময় ডাকাতরা এসিড নিক্ষেপ করলে আনসার সদস্য হাবিবের শরীর ঝলছে যায় এবং আহত হয়। আনসার সদস্যরা ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা দোতলার সিড়ি দিয়ে দৌড়ে ছুটে পালিয়ে যায়। আনসার সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। ব্যাংক ব্যবস্থাপক আরো জানান, ডাকাতদল ব্যাংকে থাকা কোন টাকা বা কাগজপত্র নিতে পারেনি। বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিনিয়ন সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের জানান, সিসি টিভির ফুটেজ এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।