মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঙ্গালহালিয়াতে ১২৩ লিটার চোলাই মদসহ আটক-২
বাঙ্গালহালিয়াতে ১২৩ লিটার চোলাই মদসহ আটক-২
স্টাফ রিপোর্টার :: আজ ৫ জানুয়ারী মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ এর তত্বাবধানে উপপরিদর্শক জসিমউদদীন এর নেতৃত্বে পরিচালিত মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনা থানার অধীনে বাঙ্গালহালিয়া ইউনিয়নের খানডোং পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ লিটার চোলাই মদ ও ১১০লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরনসহ সুমি বড়ুয়া (৩১), ও শিউলি বড়ুয়া (২৩) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০১, তারিখি ৫ জানুয়ারী ২০২১। আটককৃতদের চন্দ্রঘোনা থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল তাদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে সিএইচটি মিডিয়াকে নিশ্চিত করেছেন রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ।
এদিকে গতকাল ৪ জানুয়ারী সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ এর নির্দেশনায় কোতয়ালী থানার উপপরিদর্শক জসিমউদদীন এর নেতৃত্বে পরিচালিত টহল ডিউটিকালীন অভিযানে রাঙামাটি শহরের পূর্ব ট্রাইবেল আদাম এলাকার বনরুপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অভিযান চালিয়ে ০২ পিচ ইয়াবাসহ মো. ইব্রাহীম (২৫)কে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়। আটককৃত মো. ইব্রাহীমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।