বুধবার ● ৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনা থেকে নতুন মোটর সাইকেল কিনে বাড়ি ফেরা হলো না শহিদুল ইসলামের (৩০)। ইট বোঝাই ট্রলি তার প্রাণ কেড়ে নিলো। নিভিয়ে দিল তার প্রাণ প্রদিপ। চাটমোহর-ভাঙ্গুড়া সড়কের উপজেলার গুনাইগাছা প্রাথমিক বিদ্যালয় মোড়ে ইট বোঝাই ট্রলি শহিদুলের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ৫ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে। শহিদুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলার কলকতি গ্রামের আলহাজ্ব আবু বকরের ছেলে।
দূর্ঘটনার সময় তার সাথে মোটর সাইকেলে থাকা ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে রুহুল আমিন (২৭) গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, শহিদুল ইসলাম পাবনা শহর থেকে বাজাজ-১০০ সিসি মোটর সাইকেল কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাটমোহর উপজেলার গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি মোটরসাইকেলকে চাপা দিলে শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার সাথে থাকা রুহুল আমিন। ট্রলির চালক পালিয়ে গেছে। ঘটনার পরপরই চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। চাটমোহর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।
আটঘরিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
পাবনা :: পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর নামক স্থানে আকরাম আলী (৪২) নামের এক রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
৬ জানুয়ারী বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়ে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারনা৷ নিহত আকরাম জেলার চাটমোহর উপজেলার কচুয়াগাড়িয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এসময় লাশের পাশে থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ওসি আরও জানান, নিহত আকরাম আলীকে পিটিয়ে এবং মুখ থেতলে হত্যা করা হয়েছে। তবে হত্যার সঠিক কারন অনুসন্ধান করছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা বাড়ি থেকে কৌশলে তুলে এনে হত্যার পর দূর্বৃত্তরা ঘটনাস্থল থেকে সটকে যায়।