শুক্রবার ● ৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা » সন্ত্রাসী হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা অরবিন্দু বেপারী আহত
সন্ত্রাসী হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা অরবিন্দু বেপারী আহত
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ৮ জানুয়ারী এক বিবৃতিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অরবিন্দু বেপারী বিন্দুসহ শ্রমিক নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন পুলিশের উপস্থিতিতেই এই হামলা-আক্রমন চালানো হয়েছে। তিনি উল্লেখ করেন, আজ সকালে আশুলিয়া প্রেসক্লাবের সম্মুখে চাকুরীচ্যুত শাইন ফ্যাশনস গার্মেন্টস শ্রমিকেরা প্রতিবাদ সমাবেশ করতে গেলে আকস্মিকভাবে শাইন ফ্যাশনসের মালিকদের ভাড়া করা সন্ত্রাসীরা-মাস্তানরা শ্রমিক নেতৃবৃন্দসহ চাকুরীহারা শ্রমিকদের উপর বেপরোয়া হামলা চালায়। এই ঘটনায় অরবিন্দু বেপারী বিন্দু ও আক্কাস আলীসহ অনেক শ্রমিক নেতৃবৃন্দ ও শ্রমিকেরা আহত হন। শ্রমিক নেতৃবৃন্দ এখন চিকিৎসাধীন রয়েছেন।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসী-মাস্তান ও তাদেরকে লেলিয়ে দেয়া গার্মেন্টস এর মালিকপক্ষের লোকদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। একই সাথে তিনি অনতিবিলম্বে শাইন ফ্যাশনের চাকুরীচ্যুত শ্রমিকদেরকে চাকুরীতে বহাল ও তাদের সকল বকেয়া পরিশোধের দাবি জানান। বিবৃতিতে তিনি এসব হামলা-আক্রমনের বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।