শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা » গণতন্ত্র ও সুশাসনকে নির্বাসনে রেখে টেকসই উন্নয়ন হবে না : সাইফুল হক
গণতন্ত্র ও সুশাসনকে নির্বাসনে রেখে টেকসই উন্নয়ন হবে না : সাইফুল হক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের উন্নয়নের নীতিকৌশল দেশে ধনী-দরিদ্রের পার্থক্য প্রকট করে তুলছে; মুষ্টিমেয় সংখ্যক পরিবারের সংখ্যক পরিবারের হাতে সম্পদের পাহাড় জমে উঠেছে। করোনার এই দুর্যোগের মধ্যেই নতুন করে পাঁচ হাজার কোটিপতি পরিবারের জন্ম হয়েছে। প্রায় ১২ শতাংশ হারে কোটিপতিদের সংখ্যা বাড়ছে। আর অন্যদিকে গত এক বছরে দেশ থেকে দুই কোটি মানুষ নতুনভাবে দারিদ্র্যসীমার নীচে নেমে এসেছে। প্রতিবছর বিশাল অংকের অর্থ নানাভাবে বিদেশে পাচার করা হচ্ছে। মেগা প্রকল্পসমূহ দুর্নীতির মেগা উৎসে পরিণত হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহীতাহীন মেগা উন্নয়ন প্রকল্পসমূহকে ঘিরে দুর্নীতিবাজেরা বেপরোয়া তৎপর। তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসনকে নির্বাসনে রেখে কোন উন্নয়নই টেকসই হবে না। তিনি বলেন, আমাদের নিশ্চয় উন্নয়ন চাই; তবে জনগণের ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকারকে বিদায় দিয়ে নয়। তিনি বলেন, সরকারের এক যুগ পূর্তিতে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার যে অঙ্গীকার করেছেন দেশবাসী বাস্তবে তা দেখতে চায়। আর তা করতে হলে মানুষের হৃত ভোটের অধিকার নিশ্চিত করতে হবে; সরকারি দল যে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে বিরোধী দল জনগণের জন্যেও তা নিশ্চিত করতে হবে।
আজ শনিবার সকালে পার্টির গাজীপুর জেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির গাজীপুরের সংগঠক খায়রুল বাসার হিরন, বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম প্রমুখ।
সভায় পার্টির সাংগঠনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।