শিরোনাম:
●   লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ ●   নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আত্রাইয়ে হলুদ বর্ণে সেজেছে বিস্তীর্ণ ফসলের মাঠ ●   অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি ●   সচিবালয়ে আগুন ●   মহালছড়িতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার ●   প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উৎসব ●   শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত ●   পানছড়ি ৩ বিজিবি’র পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ●   ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ●   দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ●   ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ●   ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ●   কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা ●   খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা
রাঙামাটি, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » রাজনীতি » বিএনপির দুই গুন সন্ত্রাস আর মানুষ খুন- অপু উকিল
প্রথম পাতা » রাজনীতি » বিএনপির দুই গুন সন্ত্রাস আর মানুষ খুন- অপু উকিল
রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির দুই গুন সন্ত্রাস আর মানুষ খুন- অপু উকিল

ছবি: সংবাদ সংক্রান্তউত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল বলেন, বিএনপির দুই গুন সন্ত্রাস আর মানুষ খুন। ওদের কাছ থেকে দেশের মানুষ ভাল কিছু আশা করতে পারে না। দেশের মানুষ উন্নয়ন চায়, শান্তিতে বসবাস করতে চায়, ভোট ও ভাতের অধিকার চায়। সেই অধিকারকে অক্ষুন্ন রাখতে পৌর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তশালী করতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে দেশ সন্ত্রাস আর নৈরাজ্যে ভরে যায়। তাই আগামী ১৬ জানুয়ারীর পৌর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে এসব সন্ত্রাসী কর্মকান্ডের জবাব দিতে হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশ্যে বলেন বিগত ২০০১ সালের নির্বাচনে দেশে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার ফলে দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন সঠিকভাবে দুর্গাপুজাসহ ধর্মীয় অনুষ্টানাদি স্বাধীনভাবে পালন করতে পারেননি। তাই ধর্মীয় স্বাধীনতা পেতে হলে পৌর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি ১০ জানুয়ারী রবিবার বিকালে নবীগঞ্জ নতুনবাজার মোড়ে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে গনসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মোজাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন,রফিকুল ইসলাম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খছরু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস মিয়া,আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী কেন্দ্রীয় সদস্য শাহেদ গাজী,উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ,নৌকার প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ভাইস চেয়ারম্যন এডভোকেট গতি গোবিন্দ দাশ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোল আহমদ কাজল,যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঔক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক ওহি চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল আহমদ, শৈলেন্দ্র কুমার দাশ প্রমূখ।

নবীগঞ্জে বাস-ট্রাক-সিএনজির ত্রিমুখি সংঘর্ষ আহত ৫ : আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ

নবীগঞ্জ :: নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি কদমতলি নামকস্থানে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে মহিলাসহ ৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

আজ ১০ জানুয়ারী রবিবার সকাল ১১টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি কদমতলি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন- রাহেলা বেগম (২৫), আফিয়া বেগম(৩০), অজিত সরকার (৪০), আবু ফয়েজ চৌধুরী(৫০), জুবায়ের মিয়া (৩৫)।

জানা যায়- রবিবার সকালে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি কদমতলি নামক স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি গাছ বুঝাই ট্রাকের সাথে ত্রিমুখি সংঘর্ষ বাধে। এতে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে যায়। এসময় যাত্রীবাহী বাস দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাক এবং সিএনজি অটোরিকশাকে আটক করে স্থানীয়রা। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা যাত্রী-চালকসহ ৫জন গুরুতর আহত হন।

আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এসময় স্থানীয় উত্তেজিত জনতা নবীগঞ্জ-আউশকান্দি সড়ক অবরোধ করে যান-চলাচল বন্ধ করে দেয়। এতে প্রায় ১ ঘন্টা যান-চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আহতদের অবস্থা আশংকাজনক।

নবীগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর জনসভাস্থলে ককটেল বিস্ফোরন আহত-৩
নবীগঞ্জ :: আজ ১০ জানুয়ারী রবিবার সন্ধার পর নবীগঞ্জ নতুনবাজার মোড়ে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে পথসভা শেষ হতে না হতেই ঘটনাস্থলে ২টি ককটেল বিস্ফোরনের ঘটনা সংগঠিত হয়। এতে ঘটনাস্থলে শত শত জনতা দিকবিদিক ছুটাছুটি করে। শহরে সাধারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছে। ককটেল বিস্ফোরনে ৩জন পথচারী আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, পৌর এলাকার সালামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে নজির মিয়া (৩৬), ভানুদেভ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শিপন আহমদ (২২), প্রজাতপুর গ্রামের হুসেইন মিয়ার ছেলে তারেক আহমদ (২৪)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, আগামী ১৬ জানুয়ারী অনুষ্টিতব্য নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল।এতে প্রায় সহশ্রাধিক লোকের সমাগম ঘটে। বক্তব্য শেষে প্রধান অতিথি সভা স্থল ত্যাগ করার সাথে সাথেই নতুন বাজার গোল চত্বর মোড়ে বিকট আওয়াজে দুটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে সাধারন মানুষ আতংকে দিকবিদিক ছুটাছুটি করেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। এ ব্যাপারে ঘটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক আছে। সুষ্ট নির্বাচন সম্পনের জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনে কোন অপশক্তি প্রভাবিত করতে পারবেনা।
নবীগঞ্জে ছিনতাইয়ের স্বীকার ইমামকে লন্ডন প্রবাসীদের আর্থিক অনুদান প্রদান
নবীগঞ্জ ::  নবীগঞ্জে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শ্বীকার ইমাম মাওলানা আব্দুর রহিমের পাশে দাড়িয়েছেন পৌর এলাকার চরগাঁও গ্রামের লন্ডন প্রবাসীরা। ৯ জানুয়ারী শনিবার রাতে নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার উপস্থিত থেকে মাওলানা আব্দুর রহিমের হাতে ছিনতাই হওয়া টাকার সমপরিমান ৫০ হাজার টাকা ও তার চিকিৎসা ব্যয় বাবত ৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা নগদ তুলে দেয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন চরগাঁও গ্রামের জসীম চৌধুরী ও আলউদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা। এসময় প্রবাসীদের এই মহত উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী বলেন, ইংল্যান্ডে বর্তমানে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়াতে জাতীয় লকডউন চলার কারনে ইংল্যান্ডে অবস্থারত প্রত্যেকেই সমস্যায় রয়েছেন। এমন পরিস্থিতিতেও মাওলানা আব্দুর রহিমের পাশে দাড়িয়ে আমাদের প্রবাসীরা মানবিকতার দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। বিশেষ করে এ.বি চৌধুরী, জাহিদ চৌধুরী, ফারুক চৌধুরী, শাহীন চৌধুরী, কদ্দুছ চৌধুরী, দিলশাদ চৌধুরী, মিসেস লেচু চৌধুরী, হাবিব চৌধুরী, তমীম চৌধুরী, মনশাদ চৌধুরী, তালিমুল ইসলাম (গুল মিয়া), কাইয়ূম চৌধুরী, শফিকুল চৌধুরী, রাফি চৌধুরী, নাঈম চৌধুরী, নাজিয়া চৌধুরী, এনায়েত খান ও নাজমা চৌধুরী কে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ইসলামী ব্যাংক লিমিটেড, নবীগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথিমধ্যে চিনতাইকারী চক্র মোটরসাইকেল যোগে এসে মাওলানা আব্দুর রহিমের হামলা চালায়। এসময় তাকে রক্তাক্ত জখম করে নগদ ৫০ হাজার টাকা চিনিয়ে নিয়ে যায়। এব্যপারে নবীগঞ্জ থানায় মামলা হলেও পুলিশ এখন কোন ছিনতাইকারীকে গ্রেফতার করতে পারেনি।





রাজনীতি এর আরও খবর

২০২৪ এর গণঅভ্যুত্থান শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে ২০২৪ এর গণঅভ্যুত্থান শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির কাউন্সিল সমাপ্ত  : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক জুঁই চাকমা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির কাউন্সিল সমাপ্ত : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক জুঁই চাকমা
উচ্চাভিলাষী লক্ষ্য পরিহার করে গণতান্ত্রিক উত্তরণে বাস্তবায়নযোগা উদ্যোগ নিন-সাইফুল হক উচ্চাভিলাষী লক্ষ্য পরিহার করে গণতান্ত্রিক উত্তরণে বাস্তবায়নযোগা উদ্যোগ নিন-সাইফুল হক
আমরা ডামি ও নিশি রাতের নির্বাচনে বিশ্বাস করি না  : তারেক রহমান আমরা ডামি ও নিশি রাতের নির্বাচনে বিশ্বাস করি না : তারেক রহমান
দেশের মানুষকে কোনরুপ উসকানিতে পা না দেবার আহবান দেশের মানুষকে কোনরুপ উসকানিতে পা না দেবার আহবান
কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধনে পাহাড় থেকে সকল  বৈষম্য নিরসন করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য নিরসন কমিশন গঠনের দাবি রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধনে পাহাড় থেকে সকল বৈষম্য নিরসন করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য নিরসন কমিশন গঠনের দাবি
আগামী কাল সোমবার সকালে রাঙামাটি বিসিক এর সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন আগামী কাল সোমবার সকালে রাঙামাটি বিসিক এর সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
না মহলের নানা এজেন্ডার চাপে সরকারকে পথ হারালে চলবেনা না মহলের নানা এজেন্ডার চাপে সরকারকে পথ হারালে চলবেনা
অতি উৎসাহীদের গোষ্ঠীগত এজেন্ডার চাপে সরকারকে বেসামাল হলে চলবেনা অতি উৎসাহীদের গোষ্ঠীগত এজেন্ডার চাপে সরকারকে বেসামাল হলে চলবেনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)