রবিবার ● ১০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে খাগড়াছড়িতে মেয়র প্রার্থীকে জরিমানা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে খাগড়াছড়িতে মেয়র প্রার্থীকে জরিমানা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরীকে ৩০ হাজার ও বিএনপির মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান সাকিল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার ১০ জানুয়ারি বিকাল ৪টার দিকে সেলিম ট্রেড সেন্টারের সামনে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান সাকিল জানান, আদালত সড়কে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর সমর্থনে কয়েকশত নেতা-কর্মী মিছিল নিয়ে শাপলা চত্বর অভিমূখে আসলে সেলিম ট্রেড সেন্টারের সামনে তাদেরকে আটক করে অর্থদন্ড দেয়া হয়।
এসময়, বিএনপির মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলের সমর্থনে নেতাকর্মীরা মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে যাওয়ার পথে তাদেরকেও জরিমানা হয়।
পৌরসভা (নির্বাচন আচরন) বিধিমালা,২০১৫ এর ৭(ক) বিধি লঙ্ঘনের অপরাধে ৩১ধারায় এ দণ্ড প্রদান করা হয়েছে।
এদিকে, ৬ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মজিদকে (পাঞ্জাবি প্রতীক) ৫০ হাজার টাকা ও ৭ জানুয়ারি পৌরসভার মেয়র পদে সতন্ত্র প্রার্থী মো. রফিকুল আলমকে ২০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান সাকিলের ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে, গত ৩০ ডিসেম্বর খাগড়াছড়ি শহরের মধুপর বাজারে সন্ধ্যা সাড়ে ৫টায় মোটর সাইকেলে নির্বাচনী শোডাউন করার দায়ে দীঘিনালার মেরুং এর হযরত আলীকে ৩ হাজার টাকা জরিমানা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।