সোমবার ● ১১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ : প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি
ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ : প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি
গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিনিয়র মাদ্রাসার খেলার মাঠ, পুকুর এবং নূরানী শাখার শ্রেনীকক্ষ ও অফিস দখল করে নেয়ার অভিযোগ পাওয়াগেছে। স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা আব্দুল জলিল মিঞাজী এসব যায়গা দখল করে গাছপালা লাগিয়েছেন এবং হাঁস, মুরগী ও গবাদি পশুর খামার গড়ে তুলেছেন। কেউ এসবের প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এতে ঐ শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর শিক্ষা ও প্রশাসনিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। আজ ১১ জানুয়ারী সোমবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমীন হাওলাদার। সংবাদসম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় ১৯৪৩ সালে চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিনিয়র মাদ্রাসা ও মিঞাজী দরবার শরীফ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তিতে সেখানে প্রতিষ্ঠা করা হয় একটি নূরানী মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং। বর্তমানে এসব প্রতিষ্ঠানে সাড়ে সাত’শ শিক্ষাথী রয়েছে। আবদুল জলিল মিঞাজী নামে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতা বছর খানেক আগে বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন খেলার মাঠ ও জমি দখল করে গরু-ছাগল ও হাঁস-মুরগির খামার করেছেন। সস্প্রতি তিনি নূরানী শাখার দু’টি শ্রেনী কক্ষ টিনের বেড়া দিয়ে এবং অফিস কক্ষ তালা দিয়ে নিজ দখলে নিয়েছেন।
এ ব্যপারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন অধ্যক্ষ।
ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির প্রতিবাদ সভা
ঝালকাঠি :: নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান এড. জিকে মোস্তাফিজুর রহমান ও তার ভাই এড. কেএম মাহবুব সেন্টু কে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে আইনজীবিদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জানুয়ারী সোমবার বেলা ২টার সময় জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অতিরিক্ত পিপি আ স ম মোস্তাফিজুর রহমান মনু’র উপস্থাপনায়, জেলা আইনজীবি সমিতির সভাপতি পিপি এড. আব্দুল মান্নান রসুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এড.খান সাইফুল্লাহ পনির, ইঞ্জিঃ জিকে মোস্তাফিজুর রহমান, এম আলম খান কামাল,এপিপি এড. সঞ্জয় মিত্র। বক্তরা ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির ইতিহাস ও ঐতিহ্য অটুট রাখার পাশাপাশি আইনজীবিদের সম্মান অক্ষুন্ন রেখে আইনজীবিদের যে কোন দাবির পাশে থাকার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। আইনজীবিদেরও গঠনতন্ত্র মেনে সবসময় চলার আহবান জানান। রেজুলেশনের মাধ্যমে আইনজীবিদের স্বার্থ রক্ষা করা হবে এবং প্রাণনাশের হুমকি দাতাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী ও এ ঘটনায় তীব্র নিন্দা জানান।