মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে প্রভাবশালীদের দখলে মৎস্য ঘের : আতংকে এক পরিবার
মোরেলগঞ্জে প্রভাবশালীদের দখলে মৎস্য ঘের : আতংকে এক পরিবার
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নের ৩শ বিঘার একটি মৎস্য ঘের প্রভাবশালীদের দখলে। হয়রানিমূলক মামলার শিকার হয়ে আতংকে দিন কাটছে ইউপি সদস্য মাসুম বিল্লাহ মাসুদের পরিবার। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম বহরবুনিয়ায় গ্রামের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ মাসুদ ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তারিকুল ইসলাম গোলামের পরিবারকে চাাঁদাবাজি, মারপিট মামলাসহ বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করছে একই এলাকার প্রভাবশালী আনোয়ার হোসেন হাওলাদার। তার সহযোগী পার্শ্ববতী উত্তর ফুলহাতা গ্রামের কামরুজ্জামান সোহাগ হাওলাদার ৩১ ডিসেম্বর ২০২০ সকালে পৈত্তিক বসতবাড়ির পুকুর থেকে বাগদা গলদাসহ বিভিন্ন প্রজাতির এক লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের সাদা মাছ ধরে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ইউপি সদস্য’র বোন পারভীন সুলতানা বাদি হয়ে কামরুজ্জামান সোহাগসহ ৭ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী পরিবার যুবলীগ নেতা তারিকুল ইসলাম গোলাম, ইউপি সদস্য মাসুম বিল্লাহ মাসুদ জানান, আওয়ামী লীগ করেও নব্য আওয়ামী লীগের সহচরদের অত্যাচারে আজ বাড়ি ঘর ছাড়া, ছোট ভাই ইউপি সদস্য অবস্থান করছে উপজেলা শহরে। নিজেও ২০১৬ সালে পৈত্তিক ভিটে ছেড়ে বসবাস করতে হচ্ছে অন্যত্র। স্ত্রী সহকারি শিক্ষিকা খালিদা ইয়াসমিনকে হয়রানিমূলক একটি মামলায় আসামি করা হয়েছে। ৩শ’ বিঘার আবুল কালাম মোল্লার নামে রেজিষ্টিকৃত ওই মৎস্য ঘেরটি স্থানীয় লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে আমরা জমির মালিকরা মৎস্য ঘের করতাম। সেই ঘেরটি দখল করেছে সোহাগ হাওলাদার ও তার লোকজন। তার ভয়ে এলাকায় কোন মানুষ মুখ খুলে কথা বলতে পারেনা। সোহাগের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একাধিক সাধারণ ডায়রী করেছে ভূক্তভোগীরা। পরিবার পরিজন নিয়ে এখন আতংকে দিন কাটতে হচ্ছে তাদের।
এ ছাড়াও এলাকার ওই ঘেরের জমির মালিক সুলতান মোল্লা, সিদ্দিক মোল্লাসহ একাধিক ভূক্তভোগীরা জানান, তারা ঠিকমত জমির হাড়ির টাকা পাচ্ছে না ও কৃষকরা বছরের ফসলও দিতে পারে না জমিতে। অন্যদিকে বয়ারসিংহ সরকারি রেকর্ডিও খালটি বাঁধ সৃষ্টি করে ঘেরের সাথে মিসিয়ে মৎস্য ঘের করছে ওই প্রভাবশালীরা।
এ সর্ম্পকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নিজ পৈত্তিক জমিতে স্থানীয়রা মিলে এ ঘেরটি করা হয়েছে। করো জমি বেদখল ও মামলা দিয়ে হয়রানি করেননি তিনি।
এ বিষয়ে বর্তমান মৎস্য ঘের মালিক সোহাগ হাওলাদার বলেন, স্থানীয়দের হাড়ির টাকা পরিশোধ করে মৎস্য ঘেরটি করা হচ্ছে। জোর পূর্বক নয়। স্থানীয় রাজনৈতিক প্রভাবে তার বিরুদ্ধে শুধুমাত্র বাগেরহাট থানায় দুটি মামলা রয়েছে।
মোরেলগঞ্জে নিরাপদ খাদ্যের ক্যারাভ্যান রোড শোর উদ্বোধন
বাগেরহাট :: দেশব্যাপী নিরাপদ খাদ্যের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে পৌছেছে খাদ্য অধিদপ্তরে ক্যারাভ্যান রোডশো। আজ ১২ জানুয়ারী মঙ্গলবার বেলা ২টায় গাড়িটি মোরেলগঞ্জে পৌছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, মনিটরিং কর্মকর্তা শরিফুল আলম মনি ও নিরাপদ খাদ্য পরিদর্শক গোবিন্দ চন্দ্র দাস রোডশোর বহরে অংশ গ্রহন করেন।
রোডশো থেকে নিরাপদ খাদ্যের বিষয়ে সকলকে সচেতন করতে পথগান প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়। খাদ্য মন্ত্রনালয়ের অধীনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ প্রচারিভিযানের অয়োজন করে।