শনিবার ● ১৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » গৃহহীন রহিমার ঘরের দিয়ে পূর্নবাসন করে দিলেন ছবির হোসেন
গৃহহীন রহিমার ঘরের দিয়ে পূর্নবাসন করে দিলেন ছবির হোসেন
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: গৃহহীন রহিমা বেগমের ঘরের টিন-নগদ অর্থ আর খাদ্য সামগ্রী দিয়ে। পূর্নবাসন করলেন ঝালকাঠির সেই আলোকিত যুবক ছবির হোসেন।
৫ বছর ধরে ভাংতে ভাংতে বিলিন প্রায় রহিমা বেগমের শেষ আশ্রয়স্থল বসত ঘরটি। তীব্র শীত আর রোদ বৃষ্টি উপেক্ষা করেই খুপড়ির মধ্যে প্রতিবন্ধী স্বামীকে নিয়ে কাটছিল চরম দারিদ্রের সংসার। ফেসবুকে রহিমার জীর্ন কুটির ঘরটির ছবি তুলে আপলোড করেন এলাকাবাসী। আর তা চোখে পড়ে ঝালকাঠির আলোকিত সমাজ সেবক মোহাম্মাদ ছবির হোসেনের। তিনি দুই বান টিন, ঘর মেরামতের জন্য নগদ অর্থ আর খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান ওই অসহায় রহিমা বেগমের জীর্ন কুটিরে। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাশকাঠি গ্রামের রহিমা বেগম। ১৫ বছর আগে তার একমাত্র ছেলে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। ঘরে পঙ্গু স্বামী আব্দুল মন্নাফের বিছানা আর হাসপাতালেই কাটে। তিন মেয়ে থাকলেও দরিদ্র পরিবারে তাদের বিয়ে হয়েছে। সম্পদ বলতে ৫ শতাংশের বসত ঘর ছাড়া আর কিছুই নেই। তাই কাজের বিনিময় খাদ্য কর্মসূচির রাস্তার মাটি কাটার কাজ করে সংসার চালাতে হয় রহিমা বেগমকে। কিন্তু গত ৫ বছর ধরে তাদের বসত ঘরটি ভেঙে পড়তে পড়তে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। ভেঙে পড়েছে চাল, নেই বেড়া। তবুও এরই মধ্যেই তীব্র শীত, রোদ-বৃষ্টি আর ঝর উপেক্ষা করে থাকতে হচ্ছে তাদের। চরম মানবেতর জীবনের এই দৃশ্য দেখে স্থানীয় এক ব্যক্তি ছবি তুলে ফেসবুকে আপলোড করনে। আর তা দেখে শনিবার সকালে ঝালকাঠি শহর থেকে ছুটে যান সমাজ সেবক ও যুবলীগ নেতা ছবির হোসেন। সাথে নিয়ে যান নতুন ঘরের জন্য দুই বান ঢেউটিন, ঘর মেরামতের জন্য নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী। সমাজের বিবেকবান মানুষ কিংবা স্থানীয় জনপ্রতিনিধিরা এই অসহায় নারীর পাশে না দাড়াঁলেও এগিয়ে এসেছেন আলোকিত যুবক ছবির হোসেন। তিনি এর আগেও অসহায় দরিদ্র মানুষকে ঘর তুলে দিয়ে, ব্যবসায় পুঁজি দিয়ে এবং করোনায় আর্থিক ও খাদ্য সামগ্রী দিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। এবার এই হতদরিদ্র নারীকে ঘর তুলে দিয়ে পুর্নবাসন করে দিলেন।
ঝালকাঠির সমাজ সেবক ও যুব লীগ নেতা, আলোকিত যুবক ছবির হোসেন বলেন, এটা আমার দায়িত্ব। মানুষকে কিছু দিতে পারলে আমি পরিতৃপ্তি পাই। এদিকে ঘরের জন্য নতুন টিন, নগদ অর্থ আর খাদ্য সামগ্রী পেয়ে মহা আনন্দে ভাসছেন সেই অসহায় নারী রহিমা বেগম।
ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীদের আতংক ডিবি‘র অভিযানে ৪০পিস ইয়াবাসহ আটক ১
ঝালকাঠি :: ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীদের আতংক ডিবি‘র অভিযানে ৪০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশে মাদক বিরোধী অভিযানে গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার সময় মো.রাব্বি সরদারকে ৪০পিস ইয়াবা সহ আটক করেছে ডিবি পুলিশ। মাদক ব্যবসায়ীদের আতংক ডিবি‘র পরিদর্শক মোহাম্মদ মাইনউদ্দিন এর নেতৃত্বে এসআই মো.মাহমুদুর রহমান ও ডিবির একটি টিমসহ ঝালকাঠি পৌরসভাধীন পূর্ব চাঁদকাঠী এলাকা থেকে তাকে আটক করেছে। সে পূর্ব চাঁদকাঠী মোঃ মজিবুর সরদারের পুত্র। ডিবির পরিদর্শক মোহাম্মদ মাইনউদ্দিন জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রাব্বিকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ
ঝালকাঠি :: ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি‘র পক্ষ থেকে,প্রবাসী প্রিন্স মিলান মাহমুদের সৌজন্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় গাবখান ধানসিড়ি ইউনিয়নের চরবাটারাকান্দা,সাইচলাপুরসহ কয়েকটি গ্রামের গরীব অসহায় মানুষের মাঝে সৌদি আরব প্রবাসী অসহায় মানুষের বন্ধু প্রিন্স মিলান মাহমুদের সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় এলাকার দলীয় নেতা কর্মিরা ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন