সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মানিকছড়িতে ৫০ হাজার টাকা জরিমানা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মানিকছড়িতে ৫০ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যাবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার ১৭ জানুয়ারি সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।
জানা যায়, দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু হেরিটেজ হালদার নদীর উজান মানিকছড়ির যোগ্যাছোলা এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের গোপন খবরে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যবসায়ী আকতার হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ০৪ধারার অপরাধে ১৫ধারায় শাস্তি হিসেবে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।