সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খেলা » কাপ্তাইয়ে ক্রিকেট প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ
কাপ্তাইয়ে ক্রিকেট প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ
ক্রীড়া প্রতিবেদক :: রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের ২০২০-২০২১ বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় কাপ্তাই উপজেলা সদরে শেখ রাশেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অংশ গ্রহনে গত ২৩ ডিসেম্বর-২০২০ থেকে শুরু হওয়া মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ গত ১৬ জানুয়ারি-২০২১ তারিখে সমাপন করা হয়েছে। ক্রিকেট প্রশিক্ষনার্থীদের দক্ষতা ও প্রতিভা যাছাই করার লক্ষ্যে তথা নির্ধারিত ক্রীড়া কর্মসূচির আওতায় প্রশিক্ষণোত্তর এক ক্রিকেট প্রতিযোগিতা গতকাল ১৭ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিত হয়ে প্রশিক্ষনার্থীদেরকে সনদপত্র ও প্রতিযোগীদেরকে পুরস্কার বিতরণী মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে। কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। অনুষ্ঠানে কাপ্তাই বড়ইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক প্রবীর খিয়াং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে মাদকদ্রব্য,ইভটিজিং যাবতীয় অপকর্ম থেকে সঠিকভাবে পড়ালেখার পাশাপাশি খেলায় মনযোগ করার জন্য ছাত্রদের উদ্দেশ্যে উপস্থিত সকল অতিথিবৃন্দ উপদেশ সহকারে বক্তব্য রেখেছেন। চালিয়ে অংশ গ্রহনকারী ক্রিকেট প্রতিযোগীদেরকে লাল দল ও সবুজ দলে বিভক্ত করে খেলা অনুষ্ঠিত হয়েছে। মোট ২০ওভারের প্রথম ইনিংসের খেলায় টসে জিতে সবুজ দল ব্যাটিং করাতে ১০ ওভারে লাল দলকে ১৩৩ রানের টার্গেট দেয়। ২য় ইনিংসের খেলায় লালদল ১০ ওভারের খেলায় সর্বোচ্চ ৪ উইকেটে ১৫৫ রান করে সবুজ দলকে ২২ রানে হেরে বিজয় লাভ করেছে। পূরো ম্যাচে সর্বোচ্চ ৪৫ রান করেছে ম্যান অব্ দ্যা ম্যাচ হয়েছে মোঃ মারুফ। মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ প্রদান করেছেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুব হাসান। ক্রিকেট খেলাটি পরিচালনা ও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তঞ্চঙ্গ্যা ও পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূর নবী ।