সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ৩দিনের অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ শুরু
ঝালকাঠিতে ৩দিনের অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ শুরু
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলার ৩৫ জন সাংবাদিকদের জন্য ৩ দিনের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবাদপত্র কর্মচারী পরিষদের সভাপতি মতিউর রহমান জলিল, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ, পিআইবি কর্মকর্তা ও প্রশিক্ষণ সমন্বয়ক জিলহাজ্ব ভুইয়া নিপুন। প্রেসক্লাব সহসভাপতি, যমুনা টিভি প্রতিনিধি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দুলাল সাহার সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও যুগান্তরের প্রতিনিধি এ্যাডভোকেট আক্কাস সিকদার।
এসময় বক্তারা অনুসন্ধানমূলক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপুর্ণ দিক তুলে ধরে বক্তৃতা করেন।
ঝালকাঠি জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সংবাদ কর্মীরা প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেয়।
ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠি :: ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গত রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়(টাউন হলে)। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এম.এইচ. মোর্শারফ হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান সেলিম,লুৎফর রহমান বেবী,সদস্য কাওছার আহম্মদ,এজিএস মিলন,সুমন খান,গোলাম মাওলা,মুরাদ,ফয়সাল হোসেন,জিল্লুর রহমান প্রমুখ। বক্তারা সংগঠনের সর্বসম্মতিক্রমে কামরুল হাসান ও মোঃ মিরাজ দেওয়ান কে সদস্য নির্বাচিত করা হয়েছে।