মঙ্গলবার ● ১৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » লক্ষ্মীছড়িতে যৌথবাহিনীর অভিযানে ১২’শ কেজি গাঁজা ধ্বংস : আটক-১
লক্ষ্মীছড়িতে যৌথবাহিনীর অভিযানে ১২’শ কেজি গাঁজা ধ্বংস : আটক-১
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি ::: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে র্যার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রক্রিয়াজাতকৃত ৮০টি গাঁজার বস্তা এবং ৫’শ কেজি গাঁজাসহ প্রায় ১২শ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ।
এসময়, ঘটনাস্থল থেকে শান্তু চাকমা (৪৫) নামে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৯ জানুয়ারী সেনা জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের নিকটবর্তী ডানের বানরকাটা এলাকায় অভিযান শেষে ফেরার পথে আরো প্রায় ৩০ শতক জমির চাষকৃত গাঁজার ক্ষেত ধ্বংস করে যৌথ বাহিনী।
এ বিষয়ে লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা নং-০১, তাং-১৯/০১/২১ইং দায়ের হয়েছে ।
মানিকছড়িতে নববধু ও পানছড়িতে একজনের আত্মহত্যা
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির মানিকছড়িতে ভাড়াটিয়া বাসায় নববধু জেসমিন আক্তার ওরফে রিমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল সোমবার (১৮জানুয়ারি) সন্ধার পর এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, লক্ষ্মীছড়ি উপজেলার শীলছড়ি গ্রামের আলমগীর হোসেন ও জুলেখা’র সংসারে গত ২/৩বছর পূর্বে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় মা জুলেখা মেয়ে জেসমিন আক্তার ও ছেলে জাহেদুল ইসলামকে নিয়ে মানিকছড়িতে এসে এ ভাড়া বাসায় বসবাস করতেন।
দীর্ঘক্ষণ ঘরে কোনো সাড়াশব্দ না হওয়ায় প্রতিবেশিরা অনেক্ষণ ডাকাডাকি করেও সারা না পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে জেসমিনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ(ওসি)আমির হোসেন জানান, জেসমিন প্রেমের সম্পর্কে জড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও শ্বশুর পক্ষের কেউ এ বিয়ে মেনে না নিয়ে স্বামীর অধিকার থেকে তাকে বঞ্চিত করায় এক পর্যায়ে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে ক্ষতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে, পানছড়িতে গলায় ফাঁস দিয়ে একজন আত্মহত্যা করেছে।
গতকাল সোমবার(১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার হাসান নগর গ্রামের আবু সুফি খন্দকারের ছেলে কাজল খন্দকার (৫০) এর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। তার দুটি সংসারে ৫ ছেলে ও ৪ মেয়ে রয়েছে।
জানা যায়, নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় ঝুলে থাকতে দেখে তার স্ত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে আসে।
পানছড়ি থানার অফিসর ইনচার্জ(ওসি) মোহাম্মদ দুলাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।