বুধবার ● ২০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » শহীদ আসাদ দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজপথে গণসংগ্রামের ডাক
শহীদ আসাদ দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজপথে গণসংগ্রামের ডাক
ঢাকা :: ৬৯’র ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদ আসাদের প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ চত্ত্বরে আসাদ স্মৃতিস্তম্ভে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা আকবর খান, স্নিগ্ধা সুলতানা ইভা, ঢাকা মহানগর নেতা ইমরান হোসেন, মো. রিয়েল, বিপ্লব হোসেন খান, জোনায়েত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
পরে আসাদ স্মৃতিস্তম্ভের সম্মুখে আয়োজিত সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, প্রগতিশীল ছাত্র আন্দোলনের নেতা আসাদের জীবনদানের মধ্যে দিয়েই পাকিস্তানী স্বৈরশাসন বিরোধী গণআন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়; আইয়ুব শাহীর পতন ঘটে। অভ্যুত্থানের শহীদ আসাদ-মতিউরের রক্তভেজা পথেই স্মৃতি হয় এদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ। তিনি বলেন, যে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র আর সমাজের জন্য আসাদ শহীদ হয়েছিলেন আজ বাংলাদেশকে তার উল্টো দিকে ঠেলে দেয়া হয়েছে। পাকিস্তানী জমানার মত একদেশে দুই সমাজ, দুই অর্থনীতি কায়েম করা হয়েছে, ভোটাধিকার ও সুশাসনকে এক সাথে নির্বাসনে পাঠানো হয়েছে। আইয়ুব শাহীর মত উন্নয়নের ধুয়ো তুলে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। প্রতিনিয়ত সম্ভাবনাময় একটি দেশ ও জনগোষ্ঠিকে চরম বিপর্যয়কর এক অনিশ্চিত অন্ধকারে ঠেলে দেয়া হয়েছে। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে রাখা হয়েছে।
তিনি এই অবস্থান পরিবর্তনে আসাদের চেতনায় শাণিত হয়ে সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির রাজপথে আন্দোলনের কার্যকরি ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।