বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » এডভোকেট সেলিমকে ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা
এডভোকেট সেলিমকে ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা
সিলেট প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগের সিলেট মহানগর শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ সেলিমকে সংবর্ধনা প্রদান করেছে সরকারী ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।
গতকাল বুধবার ২০ জানুয়ারী সন্ধ্যায় ২২নং কাউন্সিল অফিসের কনফারেন্স রুমে তাকে সংবর্ধনা প্রদান করেন সরকারী ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের প্রভাষক ডা.আক্তার হোসেন, ইউনানী ঔষধ প্রস্তুত বিভাগের প্রভাষক ডা. সবিত কুমার দাশ, এনাটমি প্রভাষক ডা.জামাল হাসান, নাক কান গলা বিভাগের প্রভাষক ডা.জালাল উদ্দীন বাদশা, মেডিকেল অফিসার ডা. শাহিন আলম, বিশিষ্ট সাংবাদিক হাফিজুল ইসলাম লস্কর, ফার্মাকোলজী বিভাগের প্রভাষক ডা.লায়েক আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম জাকির হোসেন চৌধুরী, ইউনানী মেডিসিন ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ডা. এখলাছুর রহমান, মহানগর যুবলীগ নেতা হুমায়ুন ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, রেজওয়ান আহমদ, কাজী জুবায়ের প্রমুখ।
মহামান্য হাইকোর্টের নির্দেশে প্রার্থীতা ফিরে পেলেন ডা. আক্তার হোসেন
সিলেট :: মহামান্য হাইকোর্টের রায়ে “বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন”-এর সদস্য নির্বাচনে সিলেট বিভাগ হতে ইউনানী সদস্য পদপ্রার্থীর প্রার্থীতা ফিরে পেলেন ডা. আক্তার হোসেন।
বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন”-এর সদস্য নির্বাচনের প্রার্থীতা ফিরে পেতে ডা. আক্তার হোসেন হাইকোর্টে একটি রিট আবেদন করেন,রীট নং ৭১৫/২০২১। পরে বুধবার (২০ জানুয়ারী) মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চের বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো: কামরুল হোসাইন মোল্লা এ রায় ঘোষণা করেন। ডা. আক্তার হোসেনের পক্ষে রিট আবেদন শুনানী করেন এড. সৈয়দ ফজলে এলাহী অভি।
উল্লেখ্য, ডা.আক্তার হোসেন ২২’ডিসেম্বর ২০২০ “বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন”-এর সদস্য নির্বাচনে সিলেট বিভাগ হতে ইউনানী সদস্যের নমিনেশন সংগ্রহ করেন এবং ২৭’ডিসেম্বর ২০২০ মনোয়নপত্র দাখিল করেন। পরে ইলেকশান অফিসার মনোয়নপত্র বাছাই কালে প্রতিদ্ধন্ধী প্রার্থী মনোয়ার হোসেন সোহেলের এক অভিযোগের প্রেক্ষিতে অভিজ্ঞতা ৯ দিন কম হওয়ায় মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করেন। পরে প্রার্থী ডা.আক্তার হোসেন আপিল করলে আপিল কর্মকর্তা সাবেক রেলমন্ত্রী মো: মুজিবুল হক এম.পি মনোনয়নপত্র বৈধ ঘোষনা না করায় আক্তার হোসেন আদালতের স্বরনাপন্ন হলে হাইকোর্ট তার মনোয়নপত্র বৈধ বলে রায় দিয়ে নির্বাচনে অংশগ্রহনের নির্দেশ দেন।
এ প্রসঙ্গে ডা.আক্তার হোসেন বলেন, ‘নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্মকর্তার আদেশ চ্যালেঞ্জ করে আমি উচ্চ আদালতে রিট করেছিলাম। উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চের বিচারকরা আমার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন। এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার আর কোনও বাধা নেই।’