শুক্রবার ● ২২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অবৈধ ভাবে বালু উঠানোর দায়ে বালু ড্রেজার ধ্বংস
রাউজানে অবৈধ ভাবে বালু উঠানোর দায়ে বালু ড্রেজার ধ্বংস
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে সর্তা খাল থেকে স্যালো পাম্পে অবৈধভাবে বালু উঠানোর অপরাধে ভ্রাম্যমান আদালত বালু উঠানোর সব সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে। গতকাল ২১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ উপজেলার গহিরা ইউনিয়নের পশ্চিম দলই নগর এলাকায়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা। জানা যায় স্থানীয় বালু ব্যবসায়ীরা খাল থেকে অপরিকল্পিত ভাবে বালু উঠিয়ে পরিবেশে ক্ষতি সাধন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের পরিপেক্ষিতে এই অভিযান চালান ভ্রাম্যমান আদালত।এই প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সর্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযানের আভাস পেয়ে বালুখেকোরা পালিয়ে গেছে। তিনি বলেন পরিবেশ ও নদীর ভারসাম্য রক্ষায় অবৈধ বালুর মহলের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।