শিরোনাম:
●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ●   লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন ●   ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব ●   হালদা থেকে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার ●   খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০ ●   পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান ●   আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ ●   চুয়েটে স্থাপত্য বিভাগের ১ম জাতীয় কনফারেন্স শুরু ●   বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক ●   ঈশ্বরগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত ●   কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা ●   রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ২৫টি গৃহহীন পরিবার
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ২৫টি গৃহহীন পরিবার
শনিবার ● ২৩ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ২৫টি গৃহহীন পরিবার

ছবি: সংবাদ সংক্রান্তউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: সরকারের পক্ষ থেকে ভুমিহীন-গৃহহীনদের একটি সুন্দর ঘরের স্বপ্ন পুরনের প্রথম ধাপে সারাদেশে প্রায় ৭০ হাজার পরিবার এর ন্যায় নবীগঞ্জ উপজেলায় ২৫টি পরিবার পেলো একটি করে আধাপাকা বাড়ি। আজ ২৩ জানুয়ারী শনিবার সকালে মুজিববর্ষের অঙ্গীকার “ আশ্রায়নে অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” এই শ্লোগানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনের মাধ্যমে ভুমিহীন-গৃহহীনদের কাছে ঘর গুলো হস্তান্তর করা হয়। ওই দিন সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলূল হক চৌধুরী সেলিম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মুমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, বীরপ্রতীক নুর উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আজিজুর হক,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম মিয়া তালুকদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,পল্লীবিদ্যুতের ডিজিএম আলীবর্দী খান সুজন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মুহিবুর রহমান হারুন, আবু সাইদ এওলা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী,জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ জাকারিয়াসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেরা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মুজিববর্ষ ঘোষনা করে সরকার। প্রধানমন্ত্রীর অঙ্গিকার মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে চলমান কর্মসুচীর প্রথম পর্যায়ে সারাদেশের ৪৯২টি উপজেলার ন্যায় ন্যায় নবীগঞ্জ উপজেলায় ঘর পেল ২৫টি গৃহহীন পরিবার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ মহি উদ্দিন ও সহকারী কমিশনার সুমাইয়া মমিন উক্ত ২৫ টি পরিবারের কাছে আনুষ্টানিকভাবে ঘরের চাবি দলিলপত্র সরকার কর্তৃক সনদপত্র হস্তান্তর করা হয়েছে।
নবীগঞ্জে ৭ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীগঞ্জ :: নবীগঞ্জে ৭ কেজি গাজাসহ ফারুক মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ । আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত ফারুক মিয়া (৪৫) চুনারুঘাট উপজেলার কালামন্ডল (আমরুবাজার) এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র। জানা যায়, গত শুক্রবার সন্ধার পর গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে এস.আই মনিরুজ্জামান সহকারে নবীগঞ্জ উপজেলার কাজিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একাধিক মাদক মামলার আসামী ফারুক মিয়া (৪৫) কে ৭ কেজি গাজা, মোটর সাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যাবসায়ী ফারুক চুনারুঘাট হতে মোটর সাইকেল যোগে গাজা নিয়ে মার্কুলি যাচ্ছিল, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গাজাসহ গ্রেফতার করা হয়।

নবীগঞ্জে নিহত আলমগীরের পরিবারে চলছে শোকের মাতম
২ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের

নবীগঞ্জ :: নবীগঞ্জ-ইনাতগঞ্জ আঞ্চলিক সড়কের পার্শ্ব থেকে মোঃ আলমগীর মিয়া (৪০) নামে ৩ সন্তানের জনকের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নবীগঞ্জ থানায় ২জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে নিহতের স্ত্রী মুর্শেদা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ এদিকে নিহতের
পরিবারে এখনো চলছে শোকের মাতম৷ পরিবারের কর্তা বড় সন্তানকে হারিয়ে মা রাবেয়া বেগম সন্তান হারানোর শোকে ও বেদনায় কেঁদে কেঁদে বার বার মূর্ছা যান৷ নিতহ আলমগীরের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয় বিদারক করুন দৃশ্য,নিহতের ৩টি মেয়ে বড় মেয়ে তানিয়া জাহান চৈতী সে নবীগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যায়নরত, প্রথম বর্ষের ছাত্রী৷ ২য় মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্রী ও ৩য় মেয়ে হিবা আক্তার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শেণীতে লেখা পড়া করে৷ মা রাবেয়া বেগমের ৬মেয়ে ৩ ছেলের মধ্যে আলমগীর ছিলেন ২বোনের ছোট এবং ভাইদের মধ্যে সবার বড়, অর্থাৎ তার পিতা আবুল কালাম আজাদ মারা যাওয়ার পর থেকে তিনিই পরিবারের ভরণ পোষণ করতেন এবং অভিভাবক (কর্তা) হিসেবেই সংসারের হাল ধরে রেখেছিলেন বলে তাঁর মা কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন ও থানায় অভিযোগে উল্লেখ করেন,গত বুধবার সন্ধ্যা অনুমান ৬টার দিকে আলমগীরকে তার বাড়ি থেকে ডেকে নেয় একই
ইউনিয়ের নিজ আগনা গ্রামের এলকাছ মিয়ার পুত্র জুবেল মিয়া৷ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই গ্রামের মৃত এরশাদ মিয়ার পুত্র রুয়েল মিয়ার বাড়িতে সেখানে নিয়ে জুবেল ও রুয়েল মিয়া সহ অজ্ঞাত নামা ব্যক্তিরা আলমগীরকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ রাস্তায় ফেলে যায়৷ পরে
বৃহস্পতিবার ভোর-রাতে নবীগঞ্জ-ইনাতগঞ্জ আঞ্চলিক সড়কের ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের পাশ্ব থেকে লাশ উদ্ধার করা হয়। আলমগীর মিয়া উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের বড় বাড়ির মৃত আবুল কালাম আজাদের বড় ছেলে। জানাযায়, বৃহস্পতিবার ভোর রাতে নবীগঞ্জ-ইনাতগঞ্জ আঞ্চলিক সড়কের ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের সড়কের পার্শ্বে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ সামছুদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত দেহটি উদ্ধার করেন। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। পরে মৃতদেহটি আলমগীর মিয়ার বলে শনাক্ত করে তার পরিবারের সদস্যরা।
নিহত মোঃ আলমগীর মিয়ার মাতা রাবেয়া বেগম, ও স্ত্রী মুর্শেদা বেগম সহ তার সন্তানদের দাবী আলমগীরকে পূর্ব পরিকল্পিত ভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে৷ এই ঘটনায় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে দোষীদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবী জানান তারা৷
এ ঘটনায় নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- মৃতদেহটির ময়না তদন্তের রিপোর্ট আসার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না৷ তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা একটি সড়ক দূর্ঘটনায় হয়তো তার মৃত্যু হয়েছে৷ এবিষয়ে পুলিশ অতি গুরুত্বের সহিত তদন্ত করছে বলেও তিনি জানান৷

নবীগঞ্জে ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পদকের পিতার শ্রাদ্ধানুষ্টান সম্পন্ন
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাক ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধরন সম্পাদক স্বপন সুত্রধরের পিতা সত্যেন্দ্র সুত্রধর (৯৪) এর শ্রাদ্ধানুষ্টান বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে আজ ২৩ জানুয়ারী শনিবার বহরমপুর গ্রামের নিজ বাড়ীতে অনুষ্টিত হয়। শ্রাদ্ধানুষ্টানে পৌরহিত্য করেন,মিহির আচায্য। এ সময় নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল,শিক্ষক নিখিল সুত্রধর,হিমাংশু সুত্রধর,অবসরপ্রাপ্ত শিক্ষক নিতেন্দ্র সুত্রধর,জিতেনাদ্র সুত্রধর,শিক্ষক শ্যামল ভট্টাচায্য,পুতুল সুত্রধরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য সত্যেন্দ্র সুত্রধর (৯৪) বার্ধক্যজনিত কারনে গত ১৩ জানুয়ারী বুধবার দুপুরে নিজবাড়ীতে পরলোকগমন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)