শিরোনাম:
●   দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে কর্ম বিরতি ●   ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন ●   আত্রাইয়ে গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   আত্রাইয়ে হাতুরিতে আহত কৃষি শ্রমীকের মৃত্যু ●   সিলেটে বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী পালন ●   রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে নির্বাচনী তফসীল ঘোষণা ●   রাঙামাটি জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম ভুট্টোর দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার ●   কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ●   কাউখালীতে আজিমুশশান সুন্নী সম্মেলন ●   রাবিপ্রবি’তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে ●   ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ●   শিক্ষকদের গবেষণা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে : চুয়েট ভিসি ●   রামগড়ে আড়াই লাখ টাকা জরিমানা : ৫টি ইটভাটা বন্ধ ●   নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ ●   রাবিপ্রবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা ●   রংধনু ক্লাবের সম্মাননা পেলো সংবাদ কর্মী আকতার হোসেন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ●   গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ●   পার্বতীপুর জামায়াতের মোটরসাইকেল শোডাউন ●   মিরসরাইয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতা খুন : স্থানীয় নেতাকর্মীদের স্বাক্ষ্য গ্রহণ করলো তদন্ত কমিটি ●   অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবেনা ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত ●   চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ●   কাশখালী রশিদিয়া তা’লীমুল কুরআন একাডেমীতে বার্ষিক মাহফিল সম্পন্ন ●   পানছড়িতে সন্ত্রাসীদের দ্বারা ৩জন হামলার শিকার ●   আলীকদমে সড়কে ঝরলো ৩ প্রাণ ●   ঈশ্বরগঞ্জে রবিদাস সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে জমিসহ ঘর পেল ১২০ পরিবার
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে জমিসহ ঘর পেল ১২০ পরিবার
শনিবার ● ২৩ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে জমিসহ ঘর পেল ১২০ পরিবার

ছবি: সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: মুজিব বর্ষ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ভূমি ও গৃহহীন ১২০ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া জমিসহ গৃহ উপহার। আজ শনিবার ২৩ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে আনুষ্ঠানিকভাবে ওই পরিবারগুলোর হাতে জমিসহ ঘরের দলিল তুলে দেয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জমি ও গৃহ প্রদান’ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ^নাথে জমিসহ গৃহ উপহার পাওয়া ১২০জনের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ১জন, প্রতিবন্ধি ১জন, বিধবা ১৫জন, স্বামী পরিত্যক্তা ১৩জন, ভিক্ষুক ৩জন, শ্রমিক ও কৃষক পেশাজীবী ৮৭জন।
বিশ^নাথে ‘জমি ও গৃহ প্রদান’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী রিপন কুমার দাশ, জেলা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কায়েদে আজম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্নালী পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ^নাথ থানার ওসি শামীম মুসা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবদুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, খাদ্য কর্মকর্তা মনধন চন্দ্র দাস, পল্লী বিদ্যুতের বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন, সাংবাদিক কামাল মুন্না, বদরুল ইসলাম মহসিন প্রমুখ।

বিশ্বনাথে শিক্ষানুরাগী জমির আহমদ স্মরণে শোকসভা-মিলাদ মাহফিল

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব জমির আহমদ স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার ২৩ জানুয়ারি দুপুরে উপজেলার কাইয়াকাইড় (নতুন বাজার) বাজারস্থ জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও মরহুম জমির আহমদের ছেলে মঞ্জুর আহমদের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি-১ ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, সহ-সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হামিদ, বর্তমান চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবদুল হাই মোশাহীদ, আল্লামা ফুলতলী রহ. এর নাতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুর রহমান শহীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির হোসেন, সাবেক ছাত্র নেতা জুবায়ের আহমদ শাহীন, শামসুল ইসলাম মিলন, জুয়েল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফি আহমদ আকরামিন, মোসাদ্দেক আহমদ, এসএসসি পরীক্ষার্থী রাহিম আহমদ, ৯ম শ্রেণির শিক্ষার্থী সাজেদা বেগম। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইমামুল হক মিলন ও আয়শা আহমদ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ রেজাউল ইসলাম।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য লুৎফুর রহমান, আহমদ আলী মেম্বার, ফারুক আহমদ মেম্বার, মামুন আহমদসহ এলাকার মুরব্বী, বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে ৪ জুয়াড়ি গ্রেফতার

বিশ্বনাথ :: জুয়া খেলার উপকরণসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। গতকাল শুক্রবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ১২টায় উপজেলার রামপাশা ইউনিয়নের ফাটাবিল হাওরে (ওয়াব আলীর বাড়ির দক্ষিণে) অভিযান চালিয়ে এ জুয়াড়িদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মনোহরপুর গ্রামের মৃত ছবর আলীর ছেলে গবীর উল্লাহ (৬৫), উপজেলার নতুনবাজারের আরশ আলীর ছেলে শাহজাহান আহমদ (৫০), পালেরচক গ্রামের রাশিদ আলীর ছেলে রহিম আলী (৫৫) ও বিলপাড় গ্রামের মৃত ইস্কান্দার আলীর ছেলে আশক আলী (৫০)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ, নগদ ৩ হাজার ৫৯০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
অভিযানকালে তাদের অন্য সহযোগী খাজান্সির নোয়াগাও গ্রামের আঙ্গুর মিয়া (৫০), রগুপুর গ্রামের হান্নান (৫০) ও বিলপাড় গ্রামের চিটাগাঙ্গী (৩৫)-সহ অজ্ঞাত আরো ৪-৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই দেবাশীষ শর্ম্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে এই ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে বলে তিনি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)