রবিবার ● ২৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে বৌদ্ধ সমিতির শীত বস্ত্র বিতরণ
সিলেটে বৌদ্ধ সমিতির শীত বস্ত্র বিতরণ
সিলেট প্রতিনিধি :: “শীতার্ত মানুষের পাশে দাঁড়ান - মানবতা হোক চির অম্লান” এ মহামন্ত্রে উৎজীবিত হয়ে সিলেটে বৌদ্ধ সমিতির শীত বস্ত্র বিতরণ করেছে।
শীত কষ্টের সীমাকে কিছুটা লাগব করার জন্য সিলেটে সীমিত পরিসরে প্রতি বছরের ধারাবাহিকতায় ‘ধম্মকথা’ বৌদ্ধ অনলাইন মুখপত্র এর উদ্যোগে চট্টগ্রাম থেকে মনচন্দ্র-সুশীলা, বিমান-পটু ফাউন্ডেশন, রেনু প্রভা-প্রিয় রঞ্জন ফাউন্ডেশন, ডাঃ দিবাকর বড়ুয়া, বাপ্পি কুমার বড়ুয়া, আশীষ কুমার বড়ুয়া, অসীম বড়ুয়া, সিলেট থেকে সিলেট বৌদ্ধ সমিতির সাবেক উপদেষ্টা প্রয়াত রামেন্দ্র বড়ুয়া, সিলেট বৌদ্ধ সমিতির সহ সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুৎসুদ্দী ও শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়ারসহ সকলের যৌথ সহযোগিতায় কন কনে শীতে অসহায় মানুষদের পাশে মানবতার উপহার শীত বস্ত্র বিতরণ গত ২২ জানুয়ারি শুক্রবার সিলেট বৌদ্ধ বিহারের আশ পাশ এলাকায় ছিন্নমূল কিছু অসহায় মানুষের মাঝে “শীতবস্ত্র” বিতরণ করা হয়।
এসময় সিলেট বৌদ্ধ বিহারে ভদন্ত আনন্দ ভিক্ষু, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা সাধন কুমার চাকমা, দীলিপ বড়ুয়া, সভাপতি অরুন বিকাশ চাকমা, দৈনিক ইনফো বাংলার সিলেট বিভাগীয় প্রধান সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া, সিলেট বৌদ্ধ সমিতির সহ সভাপতি প্রকৌশলী সাজু বডুয়া, শান্তিময় চাকমা, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুৎসুদ্দী, সহসাধারণ সম্পাদক অমৃত চাকমা, অংশপ্রু মারমা, শিক্ষা - সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া, জীপন চাকমা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ তুহিন বড়ুয়া তমাল ও জেনেটিক ইঞ্জিনিয়ার মিটুদেব প্রমুখ উপস্থিত ছিলেন।