সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ডায়রিয়াসহ শীত জনিত রোগের প্রকোপ বৃদ্ধি
গাইবান্ধায় ডায়রিয়াসহ শীত জনিত রোগের প্রকোপ বৃদ্ধি
ষ্টাফ রিপার্টার :: শৈত্য প্রবাহ ঘন কুয়াশায় গাইবান্ধার সাত উপজেলার সর্বত্র তীব্র শীত ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। সোমবার ঘন কুয়াশার কারণে দুপুর দেড়টার পর কুয়াশা ভেদ করে হালকা সূর্যের আলো ছড়িয়ে পড়লেও শীতের প্রকোপ তাতে কমেনি।
শীতের তীব্রতায় কোল্ড ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধি পেয়েছে স্থানীয় হাসপাতালগুলোতে। এসব রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রোববার জেলা সদর হাসপাতালে কোল্ড ডায়রিয়াসহ ৩৫ জন রোগী ভর্তি থাকলেও সোমবার পর্যন্ত ২৩ জন রোগী ভর্তি রয়েছে।
এদিকে জেলার উপর দিয়ে শৈত প্রবাহ বয়ে যাওয়ায় রাতে টিপ টিপ বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়তে থাকায় বাড়ছে শীতের প্রকোপ। ফলে চরাঞ্চল, নদী তীরবর্তী এলাকায় শীতের তীব্রতা আরও মারাত্মক আকার ধারণ করছে। এই শীতের কারণে জেলার ১৬৫টি চরাঞ্চলে অসহায় মানুষের মধ্যে গরম কাপড়ের স্বল্পতায় চরম দুর্ভোগে পড়েছে। ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকরা জমিতে কাজ করতে পারছে না।