সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে পাচার হওয়া ৩৮নারী পুরুষ ও শিশুকে বেনাপোল দিয়ে হস্তান্তর
ভারতে পাচার হওয়া ৩৮নারী পুরুষ ও শিশুকে বেনাপোল দিয়ে হস্তান্তর
সোহাগ হোসেন (বেনাপোল) প্রতিনিধি :: যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ৩৮ জন বাংলাদেশি নারী পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
আজ সোমবার ২৫ জানুয়ারী বিকেল ৬ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেতরকৃত ৫যুবক ২৬ যুবুতী ও৭ জন শিশু তারা বাংলাদেশের যশোরসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
ফেরত আসাদের বেনাপোল থেকে৩ টি এনজিও সংস্থা যশোর রাইটস গ্রহন করেন ১৯জন,জাস্টিক এন্ড কেয়ার ১২জন ও জাতীয় মহিলা আইন জীবি সমিতি ঢাকা৭জন।যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা গ্রহনকারী তৌফিকুর জামান, ভুক্তভোগী নারী পুরুষ ভালো কাজে আশায় বিভিন্ন সময় দালালের প্রোলভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে এরা ভারতের বোম্বাই শহরে পুনি পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে ভারতের বোম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি এনজিও সংস্থা,গোয়া এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে ২/৩ বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, ফেরতকৃত ৩৮জন নারী পুরুষও শিশুকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজ পএের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর রাইটস ও মহিলা আইনজীবি সমিতি এ তিনটি এনজিও সংস্থা গ্রহন করেছে।পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।