রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » ছাত্র ফেডারেশনের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছে পিসিপি
ছাত্র ফেডারেশনের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছে পিসিপি
সংবাদ বিজ্ঞপ্তি :: দেশের প্রগতিশীল ছাত্র সংগঠন ও লড়াই সংগ্রামে পিসিপি’র অন্যতম বন্ধুপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) কেন্দ্রীয় কমিটি।
পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা ও সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা শুক্রবার (৩০ জানুয়ারি ২০২১) সংবাদ মাধ্যমে প্রদেয় এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।
নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন পাহাড়ের নিপীড়িত জনগণের অন্যতম বন্ধুবৎসল ছাত্র সংগঠন। পাহাড়ে যখন যেখানে অন্যায় নিপীড়ন হয়েছিল সেখানে পিসিপির আহবানে তারা সাড়া দিয়েছুটে গিয়েছিলেন, অন্যায় নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদেরকে সাহস যুগিয়েছিলেন। পাহাড়ের চলমান আন্দোলনকে সমর্থন ও সহযোগিতা করতে গিয়ে আমাদের সঙ্গে সঙ্গে ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দও বিভিন্ন সময়ে শাসক গোষ্ঠী থেকে লাঞ্চনা-বঞ্চনার শিকার হয়েছিলেন। এমনকি সমতলেও ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রামে করে আসছে এবং আগামী দিনেও এই দুই ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ লড়াই জারি রাখার প্রত্যাশা আমরা ব্যক্ত করি।
নেতৃদ্বয় আরও বলেন, গত ২৬-২৯ জানুয়ারি ২০২১ বন্ধুপ্রতিম এই সংগঠনের এক কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে মিঠু সরকারকে সভাপতি, সৌরভ রায়কে সাধারণ সম্পাদক ও মাহফুজ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
পিসিপি এই নবগঠিত কমিটিকে প্রাণ তেজদীপ্তময় সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছে এবং একই সাথে পাহাড় ও সমতলে সকল নির্যাতন-নিপীড়ণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।