রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » শিরোনাম » গোলাপগঞ্জ পৌর নির্বাচন শান্তিপুর্ণ ভাবে শেষ হয়েছে : চলছে ভোট গননা
গোলাপগঞ্জ পৌর নির্বাচন শান্তিপুর্ণ ভাবে শেষ হয়েছে : চলছে ভোট গননা
সিলেট প্রতিনিধি :: শান্তিপুর্ণ ভাবে শেষ হয়েছে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন। এখন চলছে ভোট গননা। গননা শেষ হলেই জানা যাবে কে হয়েছেন গোলাপগঞ্জের পৌরসভার মেয়র।
আজ শনিবার (৩০জানুয়ারী) গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে ৯টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিত রয়েছে লক্ষনীয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে জান যায়, গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন শান্তিপূর্নভাবে চলছে।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে জান যায়, গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সরকারী এমসি একাডেমী স্কুল এন্ড কলেজ ভোট সেন্টারে মোট ভোটার সংখ্যা ২৩০১ জন। তারমধ্যে ভোট কাষ্ট হয়েছে ৫০০টি। ৩নং ওয়ার্ডের ভোট সেন্টার ঘোষগাঁও ইসলামীয়া মাদ্রাসা ১৮৩৬ জন ভোটারের মধ্যে এখানে ভোট পড়েছে ৩৭০টি। ৪নং ওয়ার্ডের ভোট সেন্টার হাজি জছির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ২৪০৪ জন। ভোট কাস্ট হয়েছে ৭৫০টি । ৫নং ওয়ার্ডের ভোট সেন্টার দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ২৭০৬ জন। ভোট পড়েছে ৭০০টি। ৬নং ওয়ার্ডের ভোট সেন্টার : ঘোগারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৭৪৯ জনের মধ্যে ভোট পড়েছে ৯১৮টি। ৭নং ওয়ার্ডের ভোট সেন্টার রনকেলী ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার সংখ্যা ২৯৫৫ জন। ৮নং ওয়ার্ডের ভোট সেন্টার কোয়ালিটি স্কুল, উপজেলা কমপ্লেক্স, রনকেলী ইয়াগুলে ভোটার সংখ্যা ২৮০৯ জন ও ৯নং ওয়ার্ডের ভোট সেন্টার সৈয়দ তানভীর হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়, রনকেলী নুরুপাড়া ভোটার সংখ্যা ২৬৩৩ জন। তিনটি সেন্টারের মধ্যে রনকেলী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে ৭২৩টি, উপজেলা সংলগ্ন কোয়ালিটি স্কুলে ভোট পড়েছে ৭২০টি ও রনকেলীর সৈয়দ তানভীর হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে ৭০০টি।