মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা » ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে : সাইফুল হক
ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে : সাইফুল হক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ‘গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার’ এই মর্মে প্রদত্ত বক্তব্যকে ‘গুরুত্বপূর্ণ উপলব্ধি’ হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন দেশের মানুষ সরকার প্রধানের এই উপলব্ধির বাস্তবায়ন দেখতে চাইবে। তিনি বলেন, এটা যদি সরকারি দল ও সরকারের রাজনৈতিক অবস্থান হয়ে থাকে তাহলে সরকার ও সরকারি দলকে বিরোধী রাজনৈতিক দলসমূহকে দুবল, ছত্রভঙ্গ ও নিশ্চিহ্ন করার রাজনৈতিক কৌশল থেকে সরে আসতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দমন, নিপীড়ন, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে। সরকারি দল যে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে বিরোধী দলসমূহ ও জনগণের জন্যেও একই অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হলে গণতান্ত্রিক ধারার রাজনীতি ও বিরোধী দলও শক্তিশালী হবে না। তিনি সরকারের সদিচ্ছা প্রমাণে বিরোধী রাজনীতি ও রাজনৈতিক দলের বিরুদ্ধে অবিলম্বে রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করে জনগণের নাগরিক অধিকারসমূহ নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে তিনি সরকারের সমালোচকদেরকে শত্রু মনে না করে গণতান্ত্রিক সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান।
আজ সকালে তিনি পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, ইমরান হোসেন, মো. রিয়েল, জোনায়েত হোসেন প্রমুখ।
সভায় পার্টির মহানগর কমিটির সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।