মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি সদর থানার সহায়তায় স্বজনদের ফিরে পেল শিশু রাব্বী
ঝালকাঠি সদর থানার সহায়তায় স্বজনদের ফিরে পেল শিশু রাব্বী
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর থানার মানবিকতায় স্বজনদের ফিরে পেল শিশু রাব্বী। এক মাস ধরে রাস্তাঘাটে থাকার পরে, ঢাকা সদর ঘাট থেকে লঞ্জযোগে রবিবার সকালে ঝালকাঠি ঘাটে নেমেছে। ঘাট থেকে হাটতে হাটতে কাঠপট্টি খেয়াঘাটে পৌঁছালে স্থানীয়রা দেখে সন্দেহ হলে, সদর থানায় খবর দিলে থানা পুলিশের এ এস আই মো.জাহাঙ্গির হোসেন রাব্বীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে শুধু তার নাম ও বাবার নাম বলতে পারছিল,আর এলাকার চেয়ারম্যানের নাম। আর কোনো ঠিকানাই বলতে পারছিল না। এ এস আই মো.জাহাঙ্গীরের চেষ্টায় নওগা জেলায় বিভিন্ন থানায় ম্যাসেজ দিয়ে ও অনুসন্ধান চালিয়ে রাব্বীর বাড়ি নওঁগা জেলার মান্দা থানার নিয়ামতপুরের মো.তাজাম্মুল এর ছেলে নিশ্চিত হয়। এরপরে ভিডিও কলে কথা বলে তার বাবা-মায়ের পরিচয় মেলে। রাব্বীর স্বজনরা জানিয়েছে গত ২৮ ডিসেম্বর ২০২০ ইং তারিখ তার নানার বাড়ি থেকে হারিয়ে যায়। সোমবার (১ ফের্রুয়ারি) দুপুরে অশ্রুসিক্ত নয়নে রাব্বীর খালু মো.আ: হান্নানের জিম্মায় স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান ও এ এস আই মো.জাহাঙ্গীর।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমান জানান,আমরা খবর পাই ঝালকাঠি আবাসনে একটি অপরিচিত শিশু পাওয়া গেছে। তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। শিশুটি তার নাম রাব্বী,বাবার নাম তাজাম্মুল ও এলাকার চেয়ারম্যানের নাম বলতে পারে। আর কোন কিছুই বলতে পারেনা। আমাদের অনুসন্ধানে তার বাবা-মায়ের খোঁজ পেয়ে নিশ্চিত হয়ে ও ফোনে একাধিকবার কথা বলে তার খালুর জিম্মায় রাব্বীকে তুলে দিয়েছি।