মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে আদিবাসী কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
ঘোড়াঘাটে আদিবাসী কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
ঘোড়াঘাট প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী কিশোরী সোখিনা হাঁসদাকে গণধর্ষণের প্রতিবাদে ও বিচারকার্য দ্রুত সম্পন্ন করার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২রা ফেব্রুয়ারি সকালে উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার আয়োজনে ঘোড়াঘাট-হিলি মহাসড়কের উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি ইন্দু মোহন মার্ডীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম রবিউল ইসলাম, পালক চার্চেস ও গড মিশনের রেভাঃ মিল্টন মল্লিক জন, আদিবাসী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জর্জ হেম্ব্রম, প্রভাষক শিবু কিস্কু, শিক্ষক সুভাষ বেসরা, ছাত্রী আদরী মার্ডী, সমাজ সেবক নিমাই দাস সহ আরো অনেকে। বক্তারা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করে।
মানববন্ধনে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন বলেন, মামলা দায়েরের ৪০ মিনিটের মধ্যে পৃথক পৃথক স্থান থেকে সোখিনার ৩ জন ধর্ষণকারীদের গ্রেফতার করতে আমরা সক্ষম হই। গ্রেফতারকৃতদের ১৬৪ ধারা জবানবন্দীতে স্বীকারোক্তিসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রকৃত ধর্ষক চিহ্নিতকরণে ডিএনএ টেস্টের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে করে ধর্ষণকারীরা আইনের ফাক-ফোকর থেকে বের হতে না পারে।
উল্লেখ্য যে, গত রবিবার ৩১শে জানুয়ারি রাত দেড়টার দিকে উপজেলার খোদাদাদপুর বাওপুকুর গ্রামের আদিবাসী কিশোরীকে ছদ্মবেশী প্রেমিক সহ তিনজন মিলে বাড়ির পাশে লিচু বাগানে পালাক্রমে ধর্ষণ করে।