সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ২ রাইস মিলে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড
খাগড়াছড়িতে ২ রাইস মিলে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতে মেসার্স আলম অটো রাইস মিল এবং মেসার্স আলী অটো রাইস মিলকে ৫০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
গতকাল রবিবার (৭ফেব্রুয়ারি) বিকালে খাগড়াছড়ি জেলা শহরে এ অর্থ দন্ড প্রদান করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এসময় পণ্যের মোড়কীকরণ ও সংরক্ষণে পাটজাত মোড়ক ব্যবহার না হওয়ায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর১৪’ ধারায় মেসার্স আলম অটো রাইস মিল এর মালিক হাজী মোহাম্মদ শাহ আলমকে ২৫হাজার টাকা এবং মেসার্স আলী অটো রাইস মিল এর মালিক মো. ইউসুফকে ২৫হাজার টাকা আর্থ দন্ড প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন জানান, ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
খাগড়াছড়িতে ৫০লক্ষ টাকার গাঁজার ক্ষেত ধ্বংস
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি জেলা সদরে ৫০লক্ষ টাকা মূল্যের ৩০শতক গাঁজার ক্ষেত ধ্বংস করেছে প্রশাসন।
গতকাল রবিবার (৭ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেমানন্দ কুন্ড’র নেতৃত্বে খাগড়াছড়ি জেলা সদরের চম্পাঘাট এলাকায় প্রায় ৩০শতক জমির গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।
এসময় কাউকে আটক করতে না পারলেও প্রায় ৩০শতক জায়গাজুড়ে ৫শ গাঁজা গাছ কর্তন করা হয়।
মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে জানিয়ে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, নিয়মিত মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।