বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত-৪
মাটিরাঙ্গায় দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত-৪
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি বর্ণাল বাজারে দু’টি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪জন আহত হয়েছে।
গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় আহতরা হলেন, তবলছড়ি মোল্লাবাজার, হাজী পাড়া (৮২ টিলা) এলাকার
মো. নুর হোসেন (৪০), মোছা. নুর জাহান (৩০), তাদের সন্তান তাছলিমা (২) ও সিএনজি ড্রাইভার সরকার পাড়ার শামসুল হক’র ছেলে মো. এরশাদ (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় মৃত এক আত্মীয়কে দেখতে সিএনজি চালিত অটোরিকশায় মাটিরাঙ্গা আসছিলো। এসময় বিপরীত দিক থেকে আরো একটি সিএনজি চালিত অটোরিকশা মোল্লা চৌমুহনীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে দুর্ঘটনাস্থল এলাকায় আসলে উভয় সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রী বহনকারী সিএনজি রাস্তা থেকে উল্টে পাহাড়ের খাদে গিয়ে পড়ে।
স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী জানান, সকালে উপজেলার বর্ণাল বাজার এলাকায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন।