শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে চিলাই নদী খনন ও সংস্কারের দাবীতে মানববন্ধন
গাজীপুরে চিলাই নদী খনন ও সংস্কারের দাবীতে মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ ফেব্রয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিঃ) গাজীপুরের মৃত প্রায় চিলাই নদী খনন ও সংস্কার করে নাব্যতা ফিরিয়ে আনার দাবীতে নদীর ২৩ কিঃমিঃ তীর জুড়ে একযোগে আট স্থানে মানববন্ধন করেছে চিলাই বাঁচাই আন্দোলন কমিটি৷
২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চিলাইর উত্পত্তিস্থল গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ সীমানা সেরালিয়াবাড়ি থেকে পূবাইল ব্রীজ পর্যন্ত ২৩কি:মি: এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
মহালঘাট ব্রীজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ ও ভাওয়াল গড় এবং নদী বাচাঁও আন্দোলনের নেতা ফেডরিক মুকুল বিশ্বাস৷
হানকাটা ব্রীজ এলাকায় জয়দেবপুর-মারতা-কাপাসিয়া সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন চিলাই বাঁচাও আন্দোলনের আহবায়ক এডভোকেট জালাল উদ্দীন মাইজ ভান্ডারী, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনির হোসেন৷ সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন গাজীপুর শহর আওয়ামী লীগ সভাপতি ও গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর জেলা সিপিবির সভাপতি মো. জয়নাল আবেদীন খান, গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিক প্রমুখ৷
চিলাই নদীর উত্সস্থল সেরলিয়াবাড়ি এলাকায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো. আনোয়ার সাদাত, কাজী আজিম উদ্দিন কলেজের প্রভাষক শামীম আশরাফ মুকুল প্রমুখ৷
সেরালিয়াবাড়ি এলাকায় নদীর উপর দাড়িয়ে নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও অপরিশোধিত শিল্প বর্জ্য ফেলার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাচাঁও আন্দোলনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত৷ এছাড়া গাজীতলাঘাট, মহালঘাট, শ্মশানঘাট, হানকাটা ব্রীজ, তিতারকুল, কানাইয়া বাজার ও পূবাইল ব্রীজ এলাকায় পৃথক আটটি স্থানে বিশাল এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ মানববন্ধনে অংশ নেন রাজনৈতিক কর্মী, পেশাজীবী ও সুশিল সমাজের প্রতিনিধিরা ৷