শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পৃথক স্থানে অগ্নিকান্ড
গাজীপুরে পৃথক স্থানে অগ্নিকান্ড
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় রাত ৮.০১মিঃ) গাজীপুরের টেকনগরপাড়া, টঙ্গী, শ্রীপুর ও সফিপুরে পৃথকস্থানে অগ্নিকাণ্ডে স’মিল, কভার্ডভ্যান ও স্টেশনারী মালামালের এবং ঝুটের গুদাম পুড়ে গেছে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে৷
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ হাসিবুল ইসলাম জানান, ২৭ ফেব্রুয়ারি শনিবার ভোররাতে গাজীপুর মহানগরের টেকনগরপাড়া এলাকায় মাল্টি প্লাস ইন্ডাস্ট্রিজ কারখানার কাগজের রোল ভর্তি একটি কভারভ্যান কারখানায় প্রবেশের সময় ভ্যানের সাথে পাশের বৈদ্যুতিক লাইনের তার আটকে ছিঁড়ে যায় এবং কাভার্ডভ্যানে আগুন ধরে যায়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়৷ আগুনে কাভার্ডভ্যান ও মালামাল পুড়ে গেছে৷
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সেলিম মিয়া জানান, ২৭ য়ফেব্রুয়ারী শনিবার ভোর পৌনে ৬টার দিকে টঙ্গীর আউচপাড়ার খাঁপাড়া রোড এলাকায় ফারুক মিয়ার ‘আমেনা স’মিল’ ও জহিরুল ইসলামের ‘তামান্না স’মিল’ এবং গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ খবর পেয়ে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে৷ আগুনে দুই স’মিল, কাঠ ও গাছের গুড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ মোরশেদুল ইসলাম জানান, ২৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত ২টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার কাজি ফিলিং স্টেশনের পাশে নূর পেপার হাউস নামে একটি দোকানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ তাদের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন৷
আগুনের গুদামের মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ দোকানের মালিক শান্ত নূরের দাবি গুদামে থাকা মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ৷
এদিকে কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, একই রাত ২টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুরের বালিরটেক এলাকায় উন্মুক্তস্থানে রাখা ঝুটে কে বা কারা আগুন ধরিয়ে দেয়৷ খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভায়৷