শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » জিয়াউর রহমানের বীর উত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
জিয়াউর রহমানের বীর উত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
ষ্টাফ রিপোর্টার :: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের ষড়যন্ত্র ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিন বছর ধরে কারাবন্দী রাখা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নড়াইল আদালতে মানহানির মিথ্যা বানোয়াট সাজানো মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।
গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সোয়েব হক্কানীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহমুদুন নবী টিটুল, সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, যুগ্ম সম্পাদক ইউনুস আলী দুখু, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মাহমুদুল হাসান মামুন, সহ-সভাপতি সুইট বকসী, সহ-সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম সুমন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের মোহাম্মদ টিপু, সাংগঠনিক সম্পাদক মনজুরুল রহমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসানুল ইসলাম রিপন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, যুগ্ম সম্পাদক ইমাম হাসান আলাল, ফরহাদ আলী, প্রচার সম্পাদক তাইফুর রহমান ফুয়াদ, হামীম, শামীম রেজা, মামুন মিয়া, রেজাউল হক, সাইফুল ইসলাম, আল-আমীন, পাপুল মিয়া, সোহেল রানা, খালিদ হাসান ও লিংকন প্রমুখ।
গাইবান্ধায় কৃষক শ্রমিক জনতা লীগের ইউনিয়ন সম্মেলন
গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলা বল্লমঝাড় দাখিল মাদ্রাসা মাঠে গতকাল শনিবার কৃষক শ্রমিক জনতা লীগের বল্লমঝাড় ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়। রেজাউল করিম জুয়েলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মো. রাজু মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগের পলাশবাড়ী উপজেলা সমন্বয়ক অ্যাড. আলফ আরসালান খান, সদর উপজেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলেট, সদস্য মো. সেকেন্দার আলী, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কৃষক ফসলের ন্যায্যমূল্য এবং শ্রমিক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হলেও তাদের কারণেই দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রয়েছে। কিন্তু তাদের জীবনমান উন্নয়নে সরকারের মনোযোগ নেই। দেশ স্বাধীনের ৫০ বছরে একে একে টেক্সটাইল, তাগজ, পাট, চিনি ইত্যাদি পুরনো শ্রম নির্ভর, দেশীয় কাঁচামাল নির্ভর শিল্পগুলো সব বন্ধ করে দিচ্ছে। হাজার হাজার শ্রমিক কর্মকর্তা, কর্মচারী ছাটাই হচ্ছে। কর্মসংস্থানের ব্যবস্থা না করে কর্মসংস্থান বন্ধ করা হচ্ছে। এটি দেশের জন্য অশুভ লক্ষণ। বক্তারা আরও বলেন, কৃষক শ্রমিকরাই এদেশের প্রাপ্ত সোনার বাংলার গড়ার কারিগর। দেশের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই কৃষক শ্রমিক জনতা লীগের লক্ষ্য। সম্মেলনে মো. রেজাউল করিম জুয়েলকে সভাপতি এবং মো. দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট বল্লমঝাড় ইউনিয়ন কমিটি গঠন করা হয়।