শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » বিশ্ব ভালোবাসা দিবসে বাগেরহাট পৌরসভায় ভোট : সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
বিশ্ব ভালোবাসা দিবসে বাগেরহাট পৌরসভায় ভোট : সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: আগামী কাল ১৪ ফেব্রুয়ারি সারাবিশ্বে বেশ পরিচিত একটি নাম “বিশ্ব ভালোবাসা দিবস” বা “ভ্যালেন্টাইনস ডে”। বিশ্বের মানুষ এ দিবসটিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করে আসছে যুগ যুগ ধরে।বাগেরহাট পৌরসভার নির্বাচন রবিবার । নির্বাচন অনুষ্ঠানের জন্য আজ শনিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে বাগেরহাট পৌরসভার ১৫ টি কেন্দ্রে ইভিএম মেশিনসহ ভোট গ্রহনের জন্য প্রয়োজনীয় আনুসাঙ্গিক সামগ্রী পাঠানো হয়েছে। দায়িত্বে থাকা আনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোটগ্রহন কর্মকর্তারা কেন্দ্রে পৌছেছেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও বাগেরহাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ।
বাগেরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৬ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। তিন সাধারণ ওয়ার্ড অর্থ্যাৎ ৫, ৬ ও ৭ নং সাধারণ ওয়ার্ডে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২‘শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৮ হাজার ৪‘শ ২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭‘শ ৭৯ জন নারী রয়েছেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ বলেন, বাগেরহাট পৌরসভা নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। নির্ধারিত সময়ে সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য ইভিএম মেশিনসহ সকল সামগ্রী পাঠানো হয়েছে। সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট, পুলিশ, বিজিবি র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি।
মোরেলগঞ্জে সম্ভাব্য নৌকার প্রার্থী সাইদুর রহমানের মোটর শোভাযাত্রা
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সম্ভাব্য নৌকার প্রার্থী বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা করেছেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব মাস্টার সাইদুর রহমান ওই মোটর শোভাযাত্রার আয়োজন করেন। সকালে উপজেলার খাউলিয়া ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র ও বাঁশির সুরে সুরে মটর শোভা যাত্রাটি শুরু হয়।এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজ খান, খাউলিয়া ইউনিয়নের মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর পরে শোভাযাত্রাটি মোড়েলগঞ্জ শহরের বিভিন্ন অলি গলিতে বর্তমান সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেন সকলের প্রিয় মাষ্টার মো. সাইদুর রহমান।
এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে খাউলিয়া বাজারে সমবেত হয়। মিছিলে মিছিলে বাদ্যযন্ত্র ও বাঁশির সুরে সুরে হাজারো জনতার মোটর শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি খাউলিয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সন্ন্যাসী বাজারে শেষ হয়।