সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বসতঘরের দখল ফিরে পেলেন প্রবাসী দম্পতি : ৩ সহোদর আটক
বসতঘরের দখল ফিরে পেলেন প্রবাসী দম্পতি : ৩ সহোদর আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে প্রবাসী দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে উভয় পক্ষে মামলা মোকদ্দমা রয়েছে। বিরোধের একপর্যায়ে বাড়ির পাকা বসতঘরটি একক দখলে নেন যুক্তরাজ্য প্রবাসী ভাই ফজর আলী। আর বাড়ি ছাড়া হন সৌদি আরব প্রবাসী অপর ভাই আজর আলীর পরিবার।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্ত্রী ও দুই ছোট সন্তানকে সাথে নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেন আজর আলী। কিন্ত তার বসতঘরটি অপর পক্ষ কর্তৃক তালাবদ্ধ থাকায় তিনি দেশে ফিরে ঘরে প্রবেশ করতে না পেয়ে শরণাপন্ন হন থানা পুলিশের। এরপর শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় থানা পুলিশকে সাথে নিয়ে আজর আলী তার নিজ বাড়িতে গিয়ে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করতে চাইলে এতে বাঁধা দেন তার ভাগিনারা (ফজর আলী পক্ষ)। এসময় মামা আজর আলীর সাথে তার ভাগিনা নয়াছ উদ্দিন পক্ষের মারামারি শুরু হয়। এতে আহত হন- মামা আজর আলী, ভাগিনা নয়াছ উদ্দিন, তার স্ত্রী রুজিনা বেগম ও ছোট ভাই আমিন উদ্দিন। গুরুতর আহতদের মধ্যে রুজিনা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে নয়াছ উদ্দিন (৩৫), তার ভাই নাজিম উদ্দিন (২৫) ও আমিন উদ্দিন (২০)’কে আটক করেছে পুলিশ। আটককৃতরা উপজেলার দশপাইকা গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র। এরপর স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ বসতঘরে প্রবেশ করেন আজর আলী।
তিন সহোদরকে আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই ফজলুল হক বলেন, আজর আলী প্রবাস থেকে স্ত্রী ও ছোট সন্তানদের নিয়ে দেশে ফিরে নিজ বসতঘরে উঠতে না পেরে থানায় অভিযোগ করেন। আমরা তাদের বাড়িতে নিয়ে গেলে পুলিশের উপস্থিতিতেই তাদের মরধর শুরু করে নয়াছ উদ্দিন পক্ষ। এসময় ঘটনাস্থল থেকে ৩জন আটক করা হয়।
উল্লেখ্য, বাড়িতে নির্মিত দালান বসতঘরের দুটি ইউনিটে দুই ভাইয়ের পরিবার এক সময় বসবাস করেন। ২০১৭ সালে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে সৌদি আরব প্রবাসী আজর আলীর ১ম স্ত্রী আনোয়ারা বেগম বাবার বাড়ি চলে গেলে তার ঘর দখলে বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী ফজর আলী। এরপর থেকে ওই ঘর তালাবদ্ধ করে রাখেন তিনি।
বিশ্বনাথে উপজেলা যুবদল নেতা আব্বাস আলী সুমনের পদত্যাগ
বিশ্বনাথ :: সদ্য ঘোষিত (৮ ফেব্রুয়ারী) সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবদলের ৪১ সদস্যের আহবায়ক কমিটির সিনিয়র সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন যুবদল নেতা আব্বাস আলী সুমন। নিজের ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত গ্রহন করেছেন তিনি। রোববার (১৪ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় সাংবাদিকদের কাছে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলের নেতাকর্মীসহ সবাইকে নিজের পদত্যাগের বিষয়টি অবহিত করছেন যুবনেতা আব্বাস আলী সুমন।
বিশ্বনাথে প্রতারণা মামলায় প্রবাসী কারাগারে
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার আসামি আহমদ আলী (৪৮) নামের এক যুক্তরাজ্য প্রবাসী সিলেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নিদের্শ দেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ পশ্চিম গাঁওয়ের মৃত খোয়াজ আলীর ছেলে। আহমদ আলী তার নিকটাত্মীর ১ কোটি ২১লাখ ৫৯হাজার ৫৮১টাকা আত্মসাৎ ও প্রতারণা করায় মামলায় আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। মামলার বাদী একই গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবারক আলী ।
টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার আসামি আহমদ আলীকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, আসামি উচ্চ আদালতের জামিন শেষে রবিবার সিলেট জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
জানাগেছে, ২০১৯ সালের ২৩জুন প্রবাসী আহমদ আলীকে একমাত্র আসামি করে সিলেটের সিনিয়র জ্যুডিসিয়েল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে ১কোটি ২১লাখ ৫৯হাজার ৫৮১টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন আলহাজ¦ আবারক আলী। বর্তমান মামলা নং (বিশ্বনাথ জিআর ১২১/১৯ইং)
এজাহার সূত্রে জানাগেছে, আত্মীয়তার সম্পর্ক থাকায় সর্বমোট ব্যাংক মারফতে আহমদ আলীকে আবারক আলী ১ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৫৮১ টাকা ধার দেন। কিন্তু টাকা নেওয়ার পর শেষ পর্যন্ত আহমদ আলী আবারক আলীর সঙ্গে প্রতারণা করেন।
বিশ্বনাথে ৩টি গরু চুরি
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে গরু ঘরের তালা ভেঙ্গে ৩টি গরু চুরি সংগঠিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার সদর ইউপির পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর বাড়িতে এ চুরি ঘটনা ঘটে। চুরি হওয়া গরুর মধ্যে দুটি গাভী ও একটি ষাড় গরু রয়েছে। এঘটনায় রবিবার সকালে আমির আলী বাদি হয়ে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আমির আলী জানান, দীর্ঘদিন ধরে শখের বসে গরু পালন করে আসছি। শনিবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় ৩টি গরুকে গরু ঘরের ভিতরের রাখা হয়। রবিবার ভোর বেলায় নামাজ পড়তে ঘুম থেকে উঠে দেখতে পাই গরু ঘরের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। এসময় গরু ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পাই গরুগুলো নেই। শনিবার রাতের কোনো এক সময় চুরেরদল গরু ঘরের তালা ভেঙে দুটি গাভী ও একটি ষাড়গুলো চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা হবে বলে তিনি দাবি করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানা অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।