বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » কৃষি » নাটোরে আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
নাটোরে আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি :: আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভার সভাপত্বিত করেন বাংলাদেশ আখচাষী ইউনিয়নের সভাপতি আনছার আলী দুলাল।
বাংলাদেশ আখচাষী ইউনিয়নের জাতীয় পরিষদের বর্ধিত সভায় নেতৃবৃন্দ রাষ্ট্রায়ত্ত্ব চিনিকল বন্ধ করার আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে এসে চিনিকলসমূহ আধুনিকায়ন করে চিনিকল চালু করার দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, করোনা দুর্যোগকালে রাষ্ট্রাযাত্ত্ব পাটকলের পর যেভাবে আমলাতান্ত্রিক সিদ্ধান্তে ভরা মৌসুমে চিনিকল বন্ধ করা হয়েছে তা চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। তারা বলেন, কর্মকর্তাদের চুরি, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে তাদেরকে শাস্তি না দিয়ে চিনিকল বন্ধ করা মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলার সামিল। সরকারি এই সিদ্ধান্তে চিনিকলের হাজার হাজার শ্রমিক ও কয়েক লক্ষ আখচাষী জীবন-জীবিকা নিয়ে চরম দুর্দশায় নিপতিত হয়েছেন। সরকারি এই পদক্ষেপের কারণে দেশের গোটা চিনিশিল্প, আখচাষীও চিনিশিল্পের শ্রমিকেরা চরম বিপদে পড়েছে। তারা বলেন, চিনিশিল্পে বাংলাদেশের তুলনামূলক সুবিধা রয়েছে। দেশে ২২ লক্ষ টন চাহিদা বিপরীতে এখন দেড় লক্ষ টন চিনিও উৎপাদিত হচ্ছে না। সরকারি এই পদক্ষেপে চিনিশিল্প বন্ধ হয়ে এটা পুরোপুরি বিদেশ নির্ভর হয়ে যাবে। নেতৃবৃন্দ জাতীয় চিনিশিল্প ধ্বংসের সকল ষড়যন্ত্র প্রতিহত করে জাতীয় শিল্প ও জাতীয় অর্থনীতি রক্ষায় জরুরী পদক্ষেপ নিয়ে বন্ধ চিনিকল-পাটকল চালু করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আখচাষী ইউনিয়নের কেন্দ্রীয় সংগঠক টিপু বিশ্বাস, ইকবাল কবির জাহিদ, রুবেল বিশ্বাস, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, আতাউর ইসলাম নান্নু, আব্দুল আজিজ, মাহাতাব উদ্দিন, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, সোলাইমান হোসেন, শাহিন আলম,আলাউদ্দিন ওমর,সাইফুদ্দিন খান, সামসুল হক, মোফাজ্জল হোসেন মন্জু, মসলেম উদ্দিন, জাহিদুল ইসলাম,সুনীল কুমার, দিগেন্দ্র নাথ, ইসরাইল হোসেন রানা মিয়া ,হাবিবুর বসুনিয়া ও রফিকুল ইসলাম আজাদ প্রমুখ।
জাতীয় পরিষদের বর্ধিত সভায় নেতৃবৃন্দ চিনিশিল্প ও পাটশিল্প-কৃষক ও শ্রমিকদের রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেন।