রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » অধ্যক্ষ যগেশ্ব রায় হত্যায় নাটোরে মানববন্ধন
অধ্যক্ষ যগেশ্ব রায় হত্যায় নাটোরে মানববন্ধন
নাটোর প্রতিনিধি ::দিনাজপুরের দেবীগঞ্চে সন্তগৌড়ী মঠের অধ্যক্ষ যগেশ্ব রায়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে৷ নাটোর জেলা পুজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবানে শনিবার শহরের পুরাতন বাসষ্ট্যন্ড এলাকায় নাটোরের বিভিন্ন পুজা উদযাপন কমিটি, মন্দির কমিটি, রাজনৈতিক দলের প্রতিনিধি, আইনজীবী ও শিল্পী সাহিত্যিকরা ব্যানার হাতে মানববন্ধন করে৷ এসময় বক্তব্য রাখেন, নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন সাহা, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নাটোর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুশান্ত কুমার ঘোষ, নাটোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসা্দ কুমার তালুকদার বাচ্চা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, কথা সাহিত্যিক জাকির তালুকদার, আওয়ামী লীগ নেতা ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আদিবাসী নেতা নরেশ উরাও, সুবল কুমার দাস, স্বপন কুমার ভদ্র, তনু দাস, জয়েন্ত কুমার সরকার, অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী, বাপ্পি লাহিড়ী, প্রেমদাস, আনন্দ কুমার দাস ও গৌতম কুমার৷ বক্তরা ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রবর্তন ও পুঙ্খানুপুঙ্খ ভাবে বাস্তবায়ন করার মাধ্যমে এই ধরণের সস্প্রদায়িক হত্যাকান্ড রোধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান ৷ তারা ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষী ব্যক্তিদের আটক করে আইনের আওতায় আনার পাশাপাশি রাজনৈতিক কারণে নিরীহ কোন মানুষ যাতে হয়রানী না করা হয় তারও দাবী জানান৷