শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা » সরকারি দলের দৌরাত্ম আর দখলদারিত্বের কারণে স্থানীয় সরকারের নির্বাচনও অর্থহীন তামাশায় পর্যবসিত হয়েছে
সরকারি দলের দৌরাত্ম আর দখলদারিত্বের কারণে স্থানীয় সরকারের নির্বাচনও অর্থহীন তামাশায় পর্যবসিত হয়েছে
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন স্থানীয় সরকারের নির্বাচনসমূহকে অর্থ ও সময়ের বিরাট অপচয়ের বিষয়ে পরিণত করা হয়েছে। সরকারি দল ও তাদের প্রার্থীদের দৌরাত্ম আর দখলদারিত্বের কারণে গোটা নির্বাচনই অর্থহীন তামাশায় পর্যবসীত হয়েছে। ভয়-ভীতি, চাপ-হুমকি, পেশীশক্তি-সন্ত্রাস, কালো টাকা ও তাদের প্রার্থীদের দৌরাত্ম আর দখলদারিত্বের কারণে গোটা নির্বাচনই অর্থহীন তামাশায় পর্যবসীত হয়েছে। ভয়-ভীতি, চাপ-হুমকি, পেশীশক্তি-সন্ত্রাস, কালো টাকা ও প্রশাসনিক ম্যানিপুলেশনের মাধ্যমে সমগ্র নির্বাচনী ব্যবস্থার উপর সরকারি দলের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। নির্বাচন কমিশন সরকারি দলের অনুগত প্রতিষ্ঠান হিসাবে ভূমিকা পালন করে চলেছে। তিনি গত ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রসঙ্গ তুলে বলেন, যে স্বল্পসংখ্যক ভোটার ঝুকি নিয়ে নির্বাচনী কেন্দ্রে হাজির হয়েছে তাদের অনেককেই সরকারি দলের এজেন্টদের সামনেই সরকারি দলের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। পৌরনির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কার মেয়র প্রার্থী আবদুল মান্নান রানার পবিার ও আত্মীয়-স্বজনদের অধিকাংশকেই ভোট দিতে দেয়া হয়নি। তিনি বলেন, রাঙামাটির অধিকাংশ কেন্দ্রেই গুরুতর সব অভিযোগ দেখা গেছে। অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন অভিযোগসমূহ আমলে নেবার প্রয়োজন মনে করেনি। তিনি বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন দূরের কথা, স্থানীয় সরকারেরও গ্রহণযোগ্য নির্বাচনের কোন অবকাশ নেই। তিনি ভোটের অধিকার প্রতিষ্ঠায় জনগণের সম্মিলিত প্রতিবাদ ও জাগরণের আহ্বান জানান।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণে সরকারি তৎপরতায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এবং বলেন, অবদমনের পরিস্থিতি কেবল গুজবের রাস্তাই প্রশস্ত করবে। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনসহ নাগরিক অধিকার পরিপন্থী সকল কালাকানুন প্রত্যাহার করারও দাবি জানান। তিনি বলেন, সমালোচকদেরকে শত্রু মনে না করে বন্ধু মনে করলে সরকারও উপকৃত হতে পারে।
আজ সকালে পার্টির ঢাকা মহানগরের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, ইমরান হোসেন, জোনায়েত হোসেন, মোহাম্মদ রিয়েল প্রমুখ।