শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় এক মাইক্রো চালক নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় এক মাইক্রো চালক নিহত
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে বেপরোয়া ট্রাক চাপায় শফিকুল ইসলাম (৩০) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে।
আজ ১৯ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর আড়াটার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম(৩০) সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার পাকিজা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে সুনামগঞ্জ হতে ঢাকাগামী মাইক্রোবাস চালক আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস নেয়ার জন্য গাড়ি রেখে মহাসড়কের পাশে দাড়িঁয়ে ছিলেন। এসময় ঢাকা থেকে সিলেট গামী একটি ট্রাক (চট্ট-মেট্রো শ-১১-২৩৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুটি ভেঙ্গে দাড়িঁয়ে থাকা মাইক্রোবাস চালক শফিকুল ইসলামকে মারাত্মক ভাবে চাপা দেয়। এতে শফিকুল ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জের দমকল বাহিনীর পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আমীর উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জের কালিয়ারভাঙ্গায় হরিনাম যজ্ঞ মহোৎসব সম্পন্ন
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের ক্ষিতিশ চন্দ্র রায়ের আয়োজনে পুর্ব পুরুষের স্নরনে পদাবলী কীর্তন নামযজ্ঞ মহোৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে আজ ১৯ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে সম্পন্ন হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল শ্রীমদভাগবত গীতা পাঠ,অধিবাস,অষ্টপ্রহরব্যাপী লীলাকীর্তন ও মহাপ্রসাদ বিতরন। অনুষ্টানে কীর্তন পরিবেশন করেন,বিয়ানীবাজারের মনোরঞ্জন দাশ সৈনিক,সুনামগঞ্জের প্রভাষক টিটু দাশ,জকিগঞ্জের বিধান ধর,নবীগঞ্জের গিরীন্দ্র সরকার,সম্পা রানী দাশ,রিতি রানী সরকার। অনুষ্টানে পৌরহিত্য করেন সুনামগঞ্জ জগন্নাথ মন্দিরের মদন মোহন গোস্বামী।
উৎসব কমিটির সভাপতি কৃষ্ণ চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক দিলীপ রায়ের পরিচালনায় এবং কালিপদ রায়,প্রদীপ রায়,রাজু রায়,সঞ্জয় রায়ের সার্বিক আয়োজনে এতে অংশগ্রহন করেন,উপজেলানহিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উৎসব ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,কালিয়ারভাঙ্গা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়, হাজ্বী এলাইছ মিয়া, ১২ ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সহসভাপতি অঞ্জন পুরকায়াস্থ,বিপ্লব রায়, শিক্ষক প্রভাত ভূষন রায় পিন্টু,বিপুল রায় ও সুদীপ দাশ। অনুষ্টানে শুক্রবার দুপুরে সহস্রাধিক ভক্তবৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরন করা হয়।