শনিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা » কাল ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পিসিপি
কাল ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পিসিপি
সংবাদ বিজ্ঞপ্তি :: আগামীকাল ২১ ফেব্রুয়ারি ২০২১ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপোষহীন ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা ও সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা আজ শনিবার ২০ ফেব্রুয়ারি ২০২১ সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও সফিউল্লাহসহ অনেক মানুষ নিজ মাতৃভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে এদেশের জনগণের মাতৃভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। আমরা সে সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পিসিপি’র দীর্ঘ আন্দোলনের পর ২০১৭ সালে সরকারিভাবে প্রাক-প্রাথমিক পর্যায়ে পাঁচটি (৫) জাতিসত্তার (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রী) মাতৃভাষায় পাঠ্যবই দেয়া হয়েছে। সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানায়। তবে পাঁচটি (৫) জাতিসত্তার নিজ মাতৃভাষায়পাঠ্যবই দেয়া হলেও শিক্ষাদানের ক্ষেত্রে এখনো পর্যাপ্ত সংখ্যক ও দক্ষ শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। আমাদের দাবি শুধু পাঁচটি জাতিসত্তার মাতৃভাষার প্রতিষ্ঠা নয়, সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার নিশ্চিত ও শিক্ষাদানের ক্ষেত্রে পর্যাপ্তসংখ্যক ও যথাযথপ্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক নিয়োগসহ অবিলম্বে পিসিপি’র শিক্ষা সংক্রান্ত পাঁচ (৫) দফা দাবি পূর্ণবাস্তবায়ন করতে হবে।