শনিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে ৩শত রাউন্ড গুলিসহ সাবেক ইউপি সদস্য আটক
রাজস্থলীতে ৩শত রাউন্ড গুলিসহ সাবেক ইউপি সদস্য আটক
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলাতে রাজস্থলী উপজেলার ৩ নং বাঙাল হালিয়া বাজার থেকে ৩শত পিস কার্তুজ গুলিসহ এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১৯ ফেব্রুয়ারি বাঙালহালিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার এসআই আনোয়ার ফোর্সসহ যৌথ বাহিনীর সহায়তায় পাহাড়িকা লাইব্রেরীর গলির ভেতরে জনৈক প্রদীপের মুদির দোকানের বাম পাশে সিড়ির গোড়ায় থুই চা চিং মারমা নামক (৫৩) কে আটক করেন।
সে রাজস্থলী উপজেলার ২ নং গাইন্ধ্যা ইউনিয়নের স্থায়ী হেডম্যান পাড়া এলাকার মৃত থোয়াইসা প্রু মারমার ছেলে। এ সময় তার হাতে বহন করা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর শুকনা মরিচের গুড়ার ভেতরে লুকানো প্যাকেট করা ৩শত রাউন্ড কার্তুজ পাইয়া জব্দ করা হয়।
সাথে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি সন্ত্রাসী দলগুলো এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পাশ্ববর্তী দেশের মিজোরাম থেকে বান্দরবানের রোয়াংছড়ি হয়ে বাঙালহালিয়া এলাকায় গুলিগুলো আনা হয়েছিল।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী থুই চা চিং মারমাকে আগামীকাল (রবিবার) রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।