রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » পরবাস » যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মেদ অহিদ উদ্দিনের আহ্বান সবাই কভিড-১৯ ভ্যাকসিন নিন
যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মেদ অহিদ উদ্দিনের আহ্বান সবাই কভিড-১৯ ভ্যাকসিন নিন
সংবাদ বিজ্ঞপ্তি :: গত ১৯ ফেব্রুয়ারি আমি লন্ডনে করোনা ভাইরাস বা কভিড-১৯-এর ভ্যাকসিন (টিকা) নিয়েছি। আপনারা জানেন, এই মরণঘাতি ছোঁয়াচে রোগটি ইতমধ্যে বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষের প্রাণ সংহার করেছে এবং কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়ার উন্মক্ত প্রতিযোগিতায় নেমেছে। এই মরণঘাতি ভাইরাসকে প্রতিরোধের জন্য ইতমধ্যে বিশ্বের বেশ কিছু দেশে প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন আবিস্কৃত হয়েছে। এরমধ্যে অন্যতম প্রধান ভ্যাকসিনটি অক্সফোর্ড আবিস্কৃত। যার প্রথম ডোজটি আমি গতকাল ১৯ ফেব্রুয়ারি লন্ডনে গ্রহণ করেছি। এটি গ্রহণের পর আমার শরীরে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। আগামী মে মাসে আমি দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করবো।
আমি দ্বিধাহীন চিত্তে দেশি এবং প্রবাসী ভাই-বোনদের ভ্যাকসিন গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কোভিড-১৯ ভ্যাকসিনের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা শ্রেফ অপপ্রচার ছাড়া আর কিছু নয়। বিজ্ঞানী এবং ধর্মীয় নেতারা একবাক্যে এই ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছেন। সুতরাং দ্বিধাহীনচিত্তে আপনার প্রিয়জন, আত্মীয়স্বজন, সমাজ এবং মানবতার স্বার্থে অবিলম্বে ভ্যাকসিন গ্রহণ করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমাদের সন্তানরা আবার আগের মতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাবে, হাসি-খেলায় মেতে উঠবে। আমরা পার্ক, রেঁস্তোরায়, বিনোদন কেন্দ্রে নিঃশংকচিত্তে ঘুরে বেড়াতে পারবো। করোনার দমবন্ধ আবহাওয়া থেকে আমরা মুক্তি পাবো।
তবে কভিড-১৯ চিরতরে নিমুর্ল বা প্রতিরোধ না হওয়া পর্যন্ত প্রচলিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি রইলো আমার আন্তরিক অনুরোধ।
আসুন, সবাই মিলে আমরা কভিড-১৯-কে পরাজিত করি।