সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » প্রধানমন্ত্রী’র আর্থিক সাহায্যের চেক পিনু’র হাতে তুলে দিলেন সাখাওয়াত হোসেন
প্রধানমন্ত্রী’র আর্থিক সাহায্যের চেক পিনু’র হাতে তুলে দিলেন সাখাওয়াত হোসেন
সিলেট প্রতিনিধি :: বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র আন্তরিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিকের আন্তরিক প্রচেষ্টায় জামাত-শিবিরের হামলায় আহত সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-অপ্যায়ন সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মনিরুল হক পিনু চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য পেয়েছেন।
উল্লেখ্য যে, পিনু সিলেট জেলা ছাত্রলীগের নেতা থাকা অবস্থায় ২০১৩ সালে জামাত শিবিরের হাতে নির্যাতনের স্বীকার হয়েছেন। উঁনার চিকিৎসা এখনো চলমান, সোমবার (২২ ফেব্রুয়ারী) সকালে মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ হতে আর্থিক সাহায্যের চেক’টি তার হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাসাখাওয়াত হোসেন শফিক।
বিএমএসএস-এর প্রথম জুম মিটিং অনুষ্টিত
সিলেট :: বিএমএসএস-এর জুম মিটিং অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)- এর আত্মপ্রকাশ, উপদেষ্টা পর্ষদ গঠন ও কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে খুলনায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠান এবং “স্বাধীনতায় বাঁচি-বাঁচাই স্বাধীনতাকে” শীর্ষক আলোচনা সভার আয়োজনের লক্ষ্যে সংগঠনের সাথে সম্পৃক্ত সকলের মতামত ও পরামর্শ প্রদানের লক্ষ্যে জুম অ্যাপের মাধ্যমে রবিবার (২১ ফেব্রুয়ারী) রাত ১০ ঘটিকার সময় উক্ত অনলাইন মিটিং অনুষ্টিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রথিতযশা সাংবাদিক খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক মো: সুমন সরদারের সঞ্চালনায় অনুষ্টিত এ প্রথম জুম মিটিংয়ে অংশগ্রহন করেন সিআইএনটিভি২৪ এর সম্পাদক ও দৈনিক ঢাকা রিপোর্টের বিশেষ প্রতিনিধি মো: আবু হামজা বাঁধন, ঈশ্বরদী থেকে সাংবাদিক নওশাদ উজ্জ্বল, আমেরিকা প্রবাসী সাংবাদিক মনির হাসান, সাপ্তাহিক ইউনানী কন্ঠের সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর (সিলেট), মাগুরা থেকে সুজন মাহমুদ, সুনামগঞ্জ থেকে ফখরুল ইসলাম, গাইবান্ধা থেকে মো: সাহাবুল, লালমনিরহাট থেকে সোহেল আশরাফী (লালমনিরহাট), যশোর থেকে আমিনুর রহমান, বরিশাল থেকে মো: মাছুম বিল্লাহ ও অমিত রায় প্রমুখ।
উল্লেখ্য এ জুম মিটিং ধারাবাহিকভাবে চলবে।