রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় দুই ইটভাটাকে অর্থদণ্ড
মাটিরাঙ্গায় দুই ইটভাটাকে অর্থদণ্ড
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে দুই ইটভাটাকে ১লাখ ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে মাটিরাঙ্গার তবলছড়িতে দুই ইাঁভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৬ ধারামতে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকায় দুই ইটভাটার মালিককে ১লাখ ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।