রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে থুইনুমং মারমা হত্যা মামলায় আটক-১
রাজস্থলীতে থুইনুমং মারমা হত্যা মামলায় আটক-১
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় পৌয়তু পাড়ায় থুইনুমং মারমা সন্ত্রাসীদের গুলিতে নিহত মামলার আসামী মংহাইসিং মারমাকে আজ ২৮ ফেব্রুয়ারী ভোররাতে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। আটক মংহাইসিং মারমা তাইতং পাড়া এলাকার মং এ মারমার পুত্র।
গত বছরের ১১ নভেম্বর পৌয়তু পাড়ায় থুইনুমং মারমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে তার মা বাদী হয়ে রাজস্থলী থানায় ৩০২/৩৪/১০৯ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে মামলায় মংহাইসিং মারমা কে আসামী করা হয়।
এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহমদ খান জানান, সেনাবাহিনীর সদস্যরা আসামী মংহাইসিং মারমাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে রাঙামাটি কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।